
সব্যসাচী ঘোষ : শনিবার কলকাতা ডার্বি নিয়ে বেশ উন্মাদনা রয়েছে দুই প্রধানের সমর্থকদের মধ্যে। ইতিমধ্যেই অনলাইনের সমস্ত টিকিট শেষ হয়ে গিয়েছে, অফলাইন টিকিটও শেষ। এই পরিস্থিতিতে দুই প্রধানের সদস্যদের জন্য মেম্বার্স টিকিট বন্টন করা হয় শুক্রবার।
তবে দুই প্রধানের তাঁবুতেই মেম্বার্স টিকিট নিয়ে হাহাকার দেখা যায়। সদস্যরা অনেকেই পাচ্ছেন না টিকিট। আর এই নিয়ে প্রশ্ন উঠেছে ডার্বির আয়োজক এটিকে মোহনবাগানের উপর। তবে এই নিয়ে বড় সাফাই গাইলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত।
আরও পড়ুন: নিজের স্বার্থেই পাকিস্তানকে সেমিফাইনালে তোলা উচিত নয় টিম ইন্ডিয়ার
শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবাশিস দত্ত বলেছেন, “ডুরান্ডে টিকিটের হাহাকার ছিল। এবারেও টিকিটের হাহাকার রয়েছে তবে একটি সিস্টেমে টিকিট বিক্রি হচ্ছে। ইস্টবেঙ্গল গ্যালারীর সম্পূর্ন টিকিট আমরা ইমামি ইস্টবেঙ্গল প্রাইভেট লিমিটেডকে দিয়েছি। টিকিট বিক্রি হয়েছে অনলাইন এবং সল্টলেক স্টেডিয়াম থেকে। মোহনবাগান মাঠ বা ইস্টবেঙ্গল মাঠ দিয়ে টিকিট বিক্রি হয়নি।” ফলে নিজেদের উপর থেকে দায় ঝেড়ে ফেললেন দেবাশিস দত্ত ও এটিকে মোহনবাগান।