স্পোর্টস ডেস্ক: রবিবার রাতেই কলকাতায় পা রেখেছেন আনোয়ার আলি। তাঁকে অভ্যর্থনা জানাতে লাল-হলুদ কর্তারা ছাড়াও বিমানে বন্দরে জড়ো হয়েছিলেন প্রচুর সমর্থক। এরই মধ্যে ঘটে গেল এক চরম অপ্রীতিকর ঘটনা। আনোয়ারের আসার খবর করতে গিয়ে ইস্টবেঙ্গলের সমর্থকদের হাতে আক্রান্ত হয়ে গুরুতর আহত হলেন এক জনপ্রিয় সংবাদ মাধ্যমের প্রতিনিধি। তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
আরও পড়ুন: রাতেই ‘তিলোত্তমা’য় আনোয়ার, ডুরান্ড ডার্বিতে নামতে পারবেন?
২৩ বছর বয়সী আক্রান্ত এই ক্রীড়া সাংবাদিকের নাম অরিত্র বসু। বাংলার এক নামী সংবাদ মাধ্যমের প্রতিনিধি তিনি। শুধু তিনিই নন একাধিক সংবাদ মাধ্যমের প্রতিনিধিই এদিন আনোয়ারের আসার খবর করতে হাজির হয়েছিলেন বিমান বন্দরে। এ সময়ই তাঁদের সঙ্গে একদল ইস্টবেঙ্গল সমর্থকের সঙ্গে বচসা বাঁধে।
জানা যাচ্ছে, আনোয়ারকে অন্য একটি গেট দিয়ে বের করে নিয়ে যাওয়ার কারণে ক্ষুব্ধ হয়েছিলেন এই সমর্থকরা। এই ছবি তুলতে যেতেই সাংবাদিকদের ওপর চড়াও হয়ে নৃশংসভাবে প্রহার শুরু করেন তারা। আক্রমণের জেরে গুরুতর আহত হন অরিত্র। তাঁকে সহ সাংবাদিকরাই বিমান বন্দরের কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেছেন বলে জানা যাচ্ছে।
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
ইস্টবেঙ্গল সমর্থকদের হাতে সাংবাদিক নিগ্রহ নতুন নয়। এমনকি খাস খবরের প্রতিনিধিও সাম্প্রতিককালে আক্রান্ত হয়েছিলেন ক্লাবের মধ্যে। তাঁকে বোতল ছুঁড়ে মারার চেষ্টা করা হয়েছিল। তবে রবিবারের ঘটনা যে চূড়ান্ত ন্যক্কারজনক তা বলার অপেক্ষা রাখে না। উক্ত সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, কোলাঘাটের ছেলে অরিত্র কলকাতায় একটি মেসে একাই থাকেন। এও জানা যাচ্ছে যে মোহনবাগান গ্যালারিতেও আক্রমণ করা হয়েছিল তাঁকে। কেড়ে নেওয়া হয়েছিল ফোন।