স্পোর্টস ডেস্ক: ১৮ অগাস্ট, রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের ডার্বিতে মুখোমুখি হতে চলেছে ইমামি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্টস। এই ম্যাচকে কেন্দ্র করে এখন থেকেই উত্তেজনা তুঙ্গে। অনলাইনে পাওয়া যাচ্ছে না ডার্বির টিকিট। অনলাইনে ছাড়ার পর কয়েক মুহূর্তেই বিক্রি হয়ে যায় সমস্ত টিকিট।এবারে কি ডার্বির অফলাইন টিকিট মিলবে?
আরও পড়ুন: “নীরজ চোপড়া-আরশাদ নাদিম দ্বৈরথ পিছনে ফেলেছে ভারত-অস্ট্রেলিয়া টেস্টকে”
ডুরান্ড কাপের ডার্বিতে টিকিট নিয়ে সমস্যা দেখা দিয়েছে এর আগেও। দুই দলের বহু সমর্থক মাঠে গিয়ে খেলা দেখতে পারেননি। কিন্তু এবারে আর কোনও খামতি রাখতে নারাজ ডুরান্ড কাপের আয়োজকরা। ফলে উত্তরটা, হ্যাঁ। এবারে অফলাইন টিকিট বিক্রির ঘোষণা করা হল কর্তৃপক্ষের তরফে।
রবিবারের ডুরান্ড কাপের ম্যাচই মরশুমের প্রথম ডার্বি হতে চলেছে। ডুরান্ড কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১৬ অগাস্ট, শুক্রবার থেকে শুরু হবে এই ডার্বির অফলাইন টিকিট বিক্রি। দর্শকরা কোথা থেকে টিকিট কাটবেন এবং কতক্ষণ চলবে এই টিকিট বিক্রি সেসবও জানিয়ে দেওয়া হয়েছে।
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
মোহনবাগান এবং ইস্টবেঙ্গল ক্লাবের বক্স অফিস থেকে পাওয়া যাবে ডার্বির অফলাইন টিকিট। বিক্রির সময় বেঁধে দেওয়া হয়েছে সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। এই সময়ের মধ্যে দর্শকরা ডার্বির টিকিট সংগ্রহ করতে পারবেন। উল্লেখ্য, ডার্বিতে নামার আগে বুধবার এএফসি কোয়ালিফায়ারে তুর্কমেনিস্তানের দল অলটিন আসিরের কাছে হেরে গিয়েছে লাল-হলুদ বাহিনী। তবে কোচ থেকে শুরু করে কর্মকর্তারা সকলেই জানাচ্ছেন ডার্বি সম্পূর্ণ আলাদা খেলা।