মুসোলিনির পর হিটলার, বিশ্বযুদ্ধের পতনের পুনরাবৃত্তি ফুটবল বিশ্বযুদ্ধের মঞ্চে-ও

0
47

বিশ্বদীপ ব্যানার্জি: ফুটবলের বিশ্বযুদ্ধ হচ্ছে নাকি আজও দুনিয়ার প্রতিটি কোণের মানুষের বুকে কাঁপন ধরিয়ে দেওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের পুনরাবৃত্তি? বোঝা দায়। অবিকল একই দৃশ্যপট। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির মধ্যে সবার প্রথমে পতন ঘটেছিল বেনিতো মুসোলিনির ইতালির। তারপর হিটলারের জার্মানির।

আরও পড়ুন: জার্সি বিবাদে মেসির কাছে ক্ষমা চাইলেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার

- Advertisement -

ইতিহাসের আশ্চর্য পরিহাসে ঘটনাবলীর পুঙ্খানুপুঙ্খ পুনরাবৃত্তি ফিফা বিশ্বকাপের মঞ্চে। সূত্রপাত ২০০৬ জার্মানি বিশ্বকাপে— হ্যাঁ, সেই দেশ যেখানে বিশ্বযুদ্ধের বীজ সর্বপ্রথম বপন করেছিল হিটলারের নাৎসি বাহিনী। ইতালি জয়লাভ করে ২০০৬ বিশ্বকাপ। কিন্তু এর পরবর্তী দুটি বিশ্বকাপে (২০১০ এবং ১৪) গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় তাদের। আর তার পরের দুই বিশ্বকাপে (২০১৮ এবং ২২) তো মূল পর্বে উঠতেই ব্যর্থ তারা।

বিশ্বযুদ্ধের পতনের ইতিহাসের ধারা মেনে ইতালির পর জার্মানি। ইতালি যেমন ২০০৬ সালে ট্রফি জেতার পর টানা দুই বিশ্বকাপে গ্রুপ লিগ পর্বের গণ্ডী টপকাতে ব্যর্থ, একই দশা থমাস মুলারদের-ও। ২০১৪ সালে বিশ্বজয় পরবর্তী দুটি সংস্করণে-ই গ্রুপ পর্ব থেকে (২০১৮ এবং ২২) বিদায় নিতে হল তাঁদের। আরও যে বিষয়টি উল্লেখ না করলেই নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের নেতৃত্বে অবতীর্ণ হওয়া জার্মানি আর ব্রাজিলে ২০১৪ সালে বিশ্বকাপ জয় করা জার্মানি, উভয়েই অবিভক্ত জাতি। এর আগে যে তিনটি কাপ জেতার ইতিহাস, তা ছিল পশ্চিম জার্মানির। অবিভক্ত দেশ হিসেবে ২০১৪ তেই প্রথমবার ফিফা বিশ্বকাপ ঘরে তোলে জার্মানরা।

ইতিহাসের কী অদ্ভুত পরিহাস— তাই না? কিন্তু এখানেই কি শেষ! ইতিহাসের পুনরাবৃত্তিতে আসল অনুঘটকটির কথাই তো এখনও বলা হয়নি। জাপানের হার না মানা লড়াই। বৃহস্পতিবার মধ্যরাতের পর থেকে ইতিহাসের বিচারে যা বোধহয় অন্যতম শ্রেষ্ঠ ইমেজারি হয়ে রইল। কিংবা হয়ত শ্রেষ্ঠতম-ই।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইতালি-জার্মানির পতনের পরও হার না মানা অদম্য লড়াই চালিয়ে গিয়েছিল অক্ষশক্তির শেষ অংশীদার জাপান। কাতারে চলতি ফিফা বিশ্বযুদ্ধে-ও তার অন্যথা হল না। ইতালি মূলপর্বে যোগ্যতা অর্জন-ই করতে পারেনি। জার্মানি গ্রুপ লিগ থেকেই বিদায় নিল। কিন্তু জাপান সকল শত্তুরের মুখে ছাই দিয়ে শেষ ১৬ তে। সবচেয়ে বড় আয়রনি হল, জাপান-ই বিশ্বকাপ থেকে ছিটকে দিল অক্ষশক্তির সঙ্গী জার্মানিকে। স্পেনকে ২-১ গোলে হারিয়ে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন জাপান। শুধুমাত্র প্রথম ম্যাচে কোস্টারিকার জালে ৭ বার বল জড়িয়ে দেওয়ার সুবাদে বেঁচে গেল ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেন। কোস্টারিকাকে ৪-২ হারিয়েও গোল পার্থক্য কপাল পুড়ল জার্মানদের। ইতিহাসের পুনরাবৃত্তি।