শুভম দে: ভারতীয় ফুটবলে দুর্নীতি নিয়ে এবার বিস্ফোরক অভিযোগ আনলেন প্রাক্তন ম্যান সিটি তারকা টেরি ফেলান (Terry Phelan)। তুলনা টানলেন আফ্রিকার সাথে। ক্রিকেট হোক বা ফুটবল বা অন্য কোনও খেলা, ভারতীয় ক্রীড়াক্ষেত্রে বয়স ভাঁড়ানোর অভিযোগ নতুন না। অনেকদিন ধরেই চলে আসছে এইধরণের দুর্নীতির সংস্কৃতি। জেলা থেকে রাজ্য হয়ে দেশ সব স্তরেই এর ফলে হারিয়ে যাচ্ছে অনেক যোগ্য প্রতিভা। কর্মকর্তারা যে জানেন না তা নয়। বরং অনেকক্ষেত্রে তাঁদের প্রচ্ছন্ন মদতেই ঘটছে এইসব ঘটনা এমন অভিযোগও শোনা যায় কান পাতলেই।
আরও পড়ুন: ক্যামেরাম্যানকে চড়, আর্জেন্টিনার নয়নের মণি মার্টিনেজকে নির্বাসিত করল ফিফা
আর এবার সেই নিয়েই মুখ খুললেন আয়ারল্যান্ডের হয়ে ১৯৯৪ বিশ্বকাপে খেলা কিংবদন্তি লেফ্টব্যাক টেরি ফেলান (Terry Phelan)। ইংলিশ প্রিমিয়ার লিগে (EPL) ম্যানচেষ্টার সিটি, চেলসি, এভারটনের মত প্রথম সারির ক্লাবগুলির হয়ে ১৪০ টিরও বেশি ম্যাচ খেলা বছর ৫৭’র ফেলান এখন আই লিগের সেকেন্ড ডিভিশন দল সাউথ ইউনাইটেড এফসির স্পোর্টিং ডিরেক্টর হিসেবে কাজ করছেন এদেশে।
তবে এদেশের সাথে তাঁর যোগ আজকের নয়। ২০০৯ সালে প্রথম গোয়ার সেসা ফুটবল অ্যাকাডেমির (SESA FOOTBALL ACADEMY) চিফ মেন্টর হিসেবে এখানে পা রাখেন তিনি। সেই শুরু, এরপর মাঝে বছর তিনেকের জন্য দেশে ফিরে গেলেও ২০১৫ সালে আবার ফিরে আসেন কেরালা ব্লাস্টার্সের ইউথ প্রোগ্রামের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে। এরপর আইএসএলে কেরালার সিনিয়র দলের হেডকোচের দায়িত্বও সামলেছেন তিনি। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় ফুটবলে বয়স ভাঁড়ানো সম্পর্কে বলতে গিয়ে ফেলান (Terry Phelan) বলেছেন, “আমি ভারতে প্রায় বারো বছর আছি। এখানে ক্লাবগুলি শুধু ট্রফি জিতে ক্যাবিনেট ভর্তি করতে চায়। ফুটবলের উন্নয়ন তাদের লক্ষ্য নয়।“
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
তিনি আরও যোগ করেন, “ভারত অনেক বড় দেশ। অনেক খুদে ফুটবলারই হয়ত আধার কার্ড বা উপযুক্ত বয়স প্রমানপত্র পায়নি এখনও। আফ্রিকাতেও এমনটা হয় শুনেছি। সারা বিশ্ব জুড়েই এই সমস্যা দেখা যাচ্ছে এখন। কিন্তু এটা করা উচিৎ না। কারণ এতে আখেরে জাতীয় দলের কোনও লাভ হয়না।“ ইউরোপ ফুটবলের সাথে তুলনা টেনে তাঁর সংযোজন, “ইউরোপে মনে হয়না এমনটা হয়। এখানের সাথে আকাশ পাতাল ফারাক। ওখানে খেলতে গেলে উপযুক্ত নথি দেখাতেই হবে আপনাকে।“ ফেলানের মত অভিজ্ঞ ফুটবল ব্যাক্তিত্বের এহেন মন্তব্য ভারতীয় ফুটবলের জন্য ভাল বিজ্ঞাপন নয় একেবারেই।