স্পোর্টস ডেস্ক: ২০২২ সালের বিশ্বকাপ ফাইনালের টাইব্রেকারে তাঁর জোড়া দস্তানা ৩৬ বছর পর বিশ্বকাপ এনে দিয়েছিল মেসির আর্জেন্টিনাকে। এবার সেই এমিলিয়ানো মার্টিনেজের (Emiliano Martinez) নামেই উঠল এক মারাত্মক অভিযোগ। ক্যামেরাম্যানকে থাপ্পড় মারার অভিযোগ উঠছে আর্জেন্টিনার গোলকিপারের বিরুদ্ধে। যার জেরে তাঁর নামে নালিশ পর্যন্ত করা হয়েছে ফিফার কাছে।
আরও পড়ুন: হিন্দু মহাসভাকে ভয় পায় না বিসিসিআই, তবু ভারত-বাংলাদেশ টেস্ট সরবে কানপুর থেকে?
বুধবার রাতে বিশ্বকাপে যোগ্যতা অর্জনের ম্যাচে কলম্বিয়ার বিরুদ্ধে নেমেছিল আলবিসেলেস্তেরা। জানা গিয়েছে, সেই খেলা হারতেই মেজাজ হারিয়ে ফেলেন ‘ডিবু’ নামে পরিচিত এমি মার্টিনেজ (Emiliano Martinez)। অভিযোগ, জনি জ্যাকসন নামের জনৈক ক্যামেরাম্যানকে নিগ্রহ করেছেন তিনি। কলম্বিয়ার একটি টিভি চ্যানেলের ক্যামেরাম্যান জনি।
খেলা শেষে সতীর্থদের সঙ্গে হাত মেলাচ্ছিলেন ডিবু। তখন জনি জ্যাকসন নিজের ক্যামেরাটি নিয়ে ডিবুর দৃষ্টি আকর্ষণ করতে যেতেই প্রথমে ক্যামেরার ওপর ধেয়ে আসে থাপ্পড়। অভিযোগ, এরপর ক্যামেরাম্যানকেও থাপ্পড় মেরেছেন মেসিদের বিশ্বকাপ জেতানো গোলকিপার। এদিকে এই ঘটনায় ক্ষুব্ধ কলম্বিয়া ফিফার কাছে বিষয়টি জানিয়ে মার্তিনেজের কড়া শাস্তির দাবি করেছে। যদিও আশ্চর্যের বিষয় হল, লাতিন আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল এই প্রসঙ্গে কোনও মন্তব্যই করেনি।
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martinez) মানেই বিতর্ক। কাতার বিশ্বকাপেও গোল্ডেন গ্লাভস জেতার পর উদ্ভট অঙ্গভঙ্গি করে বিতর্কের মুখে পড়েছিলেন। তবে এই ঘটনায় দোষী সাব্যস্ত হলে বড়সড় শাস্তির মুখে তিনি পড়তে পারেন, এমনটাই মনে করা হচ্ছে। এদিকে যিনি ডিবুর হাতে নিগৃহীত হয়েছেন সেই জনি জ্যাকসন বলেন, “আমি নিজের কাজ করছিলাম। হঠাৎ করেই থাপ্পড় মারল ও। প্রচণ্ড রাগ হয়েছিল।” এরপরই আর্জেন্টাইন গোলরক্ষকের উদ্দেশ্যে বলেন, “আমি ঠিক আছি। প্রত্যেকেই জীবনে কোনও না কোনও ম্যাচ হারে। তবে আমি জানি, আজকের হার তোমার জন্য অন্যরকম।”