স্পোর্টস ডেস্ক: এআইএফএফের আনোয়ার আলিকে নির্বাসিত করার সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে আবেদন করল লাল-হলুদ শিবির। আর্থিক জরিমানা ছাড়াও আনোয়ারকে ৪ মাসের জন্য নির্বাসিত করা হয়েছে। সেই সিদ্ধান্তে স্থগিতাদেশ চেয়ে বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টে পিটিশন দাখিল করেছে ইস্টবেঙ্গল ক্লাব।
আরও পড়ুন: ক্যামেরাম্যানকে থাপ্পড়! মেসিদের বিশ্বকাপ জেতানো এমিলিয়ানো মার্টিনেজের নামে নালিশ ফিফায়
গত মঙ্গলবার মোহনবাগানের সঙ্গে লোন চুক্তি বাতিল করার দায়ে নির্বাসন দেওয়া হয় আনোয়ারকে। এছাড়া ইস্টবেঙ্গল এবং আনোয়ার আলিকে মিলিতভাবে ১২ কোটি ৯০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে মোহনবাগান সুপার জায়ান্টসকে। এমন সিদ্ধান্তই জানিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। তাদেরকেও লাল হলুদ শিবির পিটিশন দেবে বলে জানা গিয়েছে।
ইস্টবেঙ্গলের শীর্ষ কর্মকর্তা দেবব্রত সরকার এ প্রসঙ্গে জানান, “এআইএসএফ থেকে বিস্তারিত বিবরণ আছে ১০ দিন মত লাগবে। আমরা তারপর পিটিশন দেব। তবে এই সময়ের মধ্যে যাতে আনোয়ার খেলতে পারে তার জন্যই আদালতে স্থগিতাদেশ চাওয়া হয়েছে।” উল্লেখ্য, শনিবার বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে এবারের আইএসএল অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল। সেই ম্যাচে আনোয়ারকে পেতে মরিয়া তারা।
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
মনে করা হচ্ছে, শুক্রবারই এই মামলার শুনানি। যদি ফেডারেশনের সিদ্ধান্তে আদালত স্থগিতাদেশ জারি করে তবে শনিবারের ম্যাচে নামতে কোন বাধাই থাকছে না আনোয়ারের। যদিও আনোয়ারের ঘটনা একটি দৃষ্টান্ত হয়ে থাকল।ভারতীয় ফুটবলের ইতিহাসে এত বড় অঙ্কের ক্ষতিপূরণ বিরল। অন্যদিকে ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি আগামী দুটি ট্রান্সফার উইন্ডোতে কোনও খেলোয়াড় কিনতে পারবে না।