খাস খবর ডিজিটাল ডেস্ক : চলতি মাসেই শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ (Durand Cup)। ইতিমধ্যেই ঢাকে কাঠি পড়েছে কলকাতা লিগের। এবার আনুষ্ঠানিক ভাবে ঘোষিত হল ডুরান্ড কাপ (Durand Cup) শুরু হওয়ার তারিখ। ২৭শে জুলাই থেকে শুরু হচ্ছে ১৩৩ বছরের ঐতিহ্যশালী টুর্নামেন্ট। ফাইনাল হবে ৩১শে আগস্ট। এদিন আনুষ্ঠানিক ভাবে ডুরান্ড কাপের সূচনার দিন ঘোষণা করা হল ইস্টার্ন কমান্ড হেডকোয়ার্টার থেকে।
আরও পড়ুন : বিশ্বকাপ জিতিয়ে কোন দলের কোচ হতে চলেছেন দ্রাবিড়?
গত পাঁচবছর ধরে কলকাতাতেই অনুষ্ঠিত হচ্ছে ডুরান্ড। তার সঙ্গে গতবছর আসামের কোকরাঝাড়েও হয়েছে ডুরান্ডের ম্যাচ। এবার তা ছড়িয়ে পড়তে চলেছে শিলং ও জামশেদপুরেও। মোট ২৪টি টিম নিয়ে চলবে এশিয়ার প্রাচীনতম টুর্নামেন্ট। লিগ ও নকআউট পর্ব মিলিয়ে মোট ৪৩টি ম্যাচ হবে ডুরান্ডে। মোট ৬টি গ্রুপে ভাগ করা হবে দলগুলিকে। কলকাতায় তিনটি গ্রুপের ম্যাচের পাশাপাশি কোকরাঝাড়, শিলং ও জামশেদপুরে বাকি গ্রুপটি গ্রুপের দল ম্যাচ খেলবে।
আইলিগ ও আইএসএলের শক্তিধর দলগুলির পাশাপাশি সেনাবাহিনীর দলগুলিও যোগ দেবে টুর্নামেন্টে। গতবছর বাংলাদেশ আর্মি ও নেপালের ত্রিভুবন আর্মি যোগ দিয়েছিল ডুরান্ডে। এবারও বিদেশি দল আনার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। প্রতি গ্রুপের প্রথম দল যাবে নকআউটে। তার সঙ্গে গ্রুপের দ্বিতীয় সেরা দুটি দলও সুযোগ পাবে। ৩১ আগস্ট ফাইনাল হবে যুবভারতীতেই। যেখানে গতবছর মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও মোহনবাগান। আর রুদ্ধশ্বাস ম্যাচে শেষ পর্যন্ত শেষ হাসি হেসেছিল সবুজ-মেরুন ব্রিগেড। ১০ই জুলাই থেকে শুরু হবে ট্রফি ট্যুর। অবশেষে ২৭শে জুলাই যুবভারতীতে বল গড়াবে টুর্নামেন্টের। সব ম্যাচই সোনি স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি সম্প্রচার করা হবে। দেখা যাবে সোনি লিভের অনলাইন প্লাটফর্মেও। তবে এখনও পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়নি।