বিশ্বদীপ ব্যানার্জি: সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ৭ ম্যাচে বিরাট কোহলির ব্যাট থেকে এসেছিল মাত্র ৭৫। ফাইনালে সেই তিনিই দু’দলের মধ্যে সর্বোচ্চ স্কোরার। গোটা প্রতিযোগিতা জুড়ে যত রান করেছিলেন একদিনেই তার থেকে এক রান বেশি করে আলবিদা জানিয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে। আচ্ছা, কোপা আমেরিকা খেলার ফাঁকে কানাডার ফুটবল দল কি দেখেছে কোহলির সেই ইনিংস? যদি নাও দেখে থাকে তবুও মস্ত বড় ভুল করে ফেলেছে লিও মেসির আর্জেন্টিনাকে (Argentina) চ্যালেঞ্জ জানিয়ে।
আরও পড়ুনঃ টি-২০ বিশ্বকাপে বাবরদের হারের জ্বালা লেজেন্ডস লিগে জুড়াচ্ছেন ওয়াকার
মহাতারকারা চিরকালই জবাব দেওয়ার জন্য সর্বোচ্চ মঞ্চটিকে বেছে নেন। হ্যাঁ, এটাই ক্রীড়াদুনিয়ার অলিখিত ফরমান। আর সেখানে মেসিরা (Argentina) দু’বছরও হননি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। সেই তাঁদেরই কি না সেমিফাইনালের আগে শাসানি দিয়ে রাখছে প্রথমবারের মত কোপা খেলতে নামা কানাডা! মেসি যদি এরপরেও জ্বলে না ওঠেন তাহলে আর কবে উঠবেন?
এই মেসি আগের মেসি নন যিনি শুধু ক্লাব ফুটবলেই নিজের সেরাটা দেন। আর দেশের জার্সিতে একের পর এক ব্যর্থতার সাক্ষী থাকেন। সেই মেসি বিদায় নিয়েছেন ২০২১ সালেই। তাঁর পরিবর্তে যিনি এসেছেন তিনি আর্জেন্টিনার (Argentina) এক এবং অদ্বিতীয় অনুপ্রেরণা শিরোপা জয়ের জন্য। তাঁর ঝুলিতে কোপা আমেরিকা, ফিনালিসিমা, বিশ্বকাপ সবকিছুই আছে। “আমাদের হারানো সহজ হবে না”— ব্রেয়ার্ন মিউনিখে খেলা কানাডার ফুটবলার আলফানসো ডেভিসের এই হুঁশিয়ারি তাঁর পক্ষে হজম করা সম্ভব নয় কোনও মতেই।
খাস খবর ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/5eGwbh7XqkKR1mRr/?mibextid=qi2Omg
বাস্তবিকই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নীল-সাদা দলকে (Argentina) হুঁশিয়ারি দিয়ে বিরাট ঝুঁকি নিয়ে ফেলেছে কানাডা। বিরাট ঝুঁকি এই কারণেই, চলতি প্রতিযোগিতায় একটিও গোল এখনও অবধি করতে পারেননি মেসি। সদ্য ফুটবল দেখতে শেখা একটা ১০ বছরের শিশু-ও বলে দিতে পারবে, ডেভিসের হুঁশিয়ারি এ বিষয়টিকে ইঙ্গিত করেই। কারণ ২০২২ বিশ্বকাপ জয়ের পর থেকে ব্যাপারটা কতকটা এরকমই হয়ে গিয়েছে যে যতক্ষণ লিও মেসি ততক্ষণই আর্জেন্টিনা।
যতই এমিলিয়ানো মার্টিনেজ তেকাঠির সামনে চীনের প্রাচীরের মত দাঁড়িয়ে একের পর এক বল তালুবন্দি করুন না কেন, সেমিফাইনালে মেসি ব্যর্থ মানে আলবিসেলেস্তেদের (Argentina) মনোবলে ধাক্কা লাগতে বাধ্য। আর সে কথা লিওর থেকে ভাল আর কে জানে? বিশ্বের অন্য প্রান্তে ইউরো থেকে ছিটকে গিয়েছেন রোনাল্ডো। কাজেই এ মুহূর্তে স্পটলাইটের নিচে একমাত্র মহাতারকা বলতে তিনিই। এ কথাও কি মাথায় থাকবে না এম এল টেনের? সেদিনের যুগি কানাডা সত্যিই বড্ড ভুল করে ফেলেছে।