স্পোর্টস ডেস্ক: শনিবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে এনওসি পেয়ে গিয়েছেন। অতঃপর রবিবার রাতেই কলকাতায় পা রাখলেন আনোয়ার আলি (Anwar Ali)। ফলে তাঁর লাল-হলুদ জার্সি গায়ে মাঠে নামা এখন স্রেফ সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে। প্রশ্ন শুধু একটাই। ১৮ তারিখ যুবভারতীতে ডুরান্ড কাপের ডার্বিতে আনোয়ার খেলতে পারবেন কি?
আরও পড়ুন: সরকারি চাকরি করবেন না ব্রোঞ্জজয়ী সরবজ্যোত, সরাসরি ‘না’ প্রস্তাবে
রবিবার রাতেই তিলোত্তমায় পা রেখেছেন আনোয়ার আলি (Anwar Ali)। ইস্টবেঙ্গল কর্তারা তো বটেই, তাঁর আসার খবর পেয়ে বিমান বন্দরে জড়ো হয়েছিলেন প্রচুর লাল-হলুদ সমর্থক। তাঁদের উল্লাসের মাঝে আনোয়ারকে লাল-হলুদ উত্তরীয় পরিয়ে বরণ করে নেয় ক্লাব কর্তৃপক্ষ। তারপর বিদেশি ফুটবলারদের মত বিশেষ নিরাপত্তা দিয়ে বাইরে নিয়ে যাওয়া হয় আনোয়ারকে।
অর্থাৎ ইস্টবেঙ্গলের হয়ে আনোয়ার নামা যে নিশ্চিত তা বলে দেওয়াই যায়। যদিও ফেডারেশনের তরফে সরকারিভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি এখনও পর্যন্ত। সেটা আগামী ২২ অগাস্ট দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। তবে সূত্রের খবর, ইস্টবেঙ্গলে খেলার ছাড়পত্র ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন আনোয়ার। তাঁকে এনওসি দিয়ে দিয়েছে এআইএফএফ।
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
কাজেই, আনোয়ারকে যদি ১৮ তারিখের ডুরান্ড ডার্বিতে দেখা যায়, তাহলে অবাক হওয়ার কিছুই নেই। উল্লেখ্য, শনিবার আনোয়ার প্রসঙ্গে ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির বৈঠকে উপস্থিত হয়েছিলেন ইস্টবেঙ্গল, মোহনবাগান সুপার জায়ান্টস এবং দিল্লি এফসির প্রতিনিধিরা। তবে যেহেতু এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী ২২ অগাস্ট জানানো হবে বলে মনে করা হচ্ছে, তাই তার আগে আনোয়ার (Anwar Ali) নামতে পারবেন কি না সেই প্রশ্নও থেকে যায়। তবে এটাও যেহেতু জানা যাচ্ছে যে তিনি ছাড়পত্র পেয়ে গিয়েছেন তাই মনে করা হচ্ছে খেলতে বাধা নেই তাঁর।