
বিশ্বদীপ ব্যানার্জি: গ্রুপ লিগে টানা দুই ম্যাচ জিতে শেষ ষোলো নিশ্চিত সাম্বার দেশের। তবে শুধু শেষ ষোলোতে পৌঁছনো-ই নয়, সেই সঙ্গে একটি রেকর্ডও গড়ে ফেলল ব্রাজিল। সার্বিয়া এবং সুইজারল্যান্ডের বিরুদ্ধে এই দুই ম্যাচ জেতার সুবাদে। জার্মানিকে টপকে এই কীর্তি গড়লেন রিচার্লিসনরা।
আরও পড়ুন: কে কার বিরুদ্ধে খেলবে, গ্রুপ লিগ শেষ না হতেই পাকা হয়ে গেল শেষ ষোলোর সূচী
১৯৯০ থেকে ২০১০ পর্যন্ত বিশ্বকাপের গ্রুপ লিগে টানা ১৬ ম্যাচ অপরাজিত ছিল জার্মানি। কাতারে তাদের সেই রেকর্ড ভেঙে দিয়ে গ্রুপ পর্বে টানা ১৭ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ে ফেলল ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। ১৯৯৮ সালে শেষবার বিশ্বকাপের গ্রুপ পর্বে হেরেছিল ব্রাজিল। নরওয়ের কাছে হেরে গিয়েছিল তারা। এরপর ২০০২ থেকে ২০১৮ পর্যন্ত ৫ বিশ্বকাপে টানা ১৫ ম্যাচে অপরাজিত ছিল তারা। হয় জিতেছে নাহয় ড্র।
কাতার বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ জিতে সংখ্যাটা বেড়ে দাঁড়াল ১৭। ফলে জার্মানদের টপকে নয়া রেকর্ড গড়ে ফেললেন পেলের উত্তরসূরীরা। এছাড়া উল্লেখ্য, ১৯৮২ সাল থেকে গ্রুপ পর্বে আজ পর্যন্ত ৩৯ ম্যাচে মাত্র একবারই হারতে হয়েছে ব্রাজিলকে। তা ওই নরওয়ের বিরুদ্ধে-ই। ১৯৯৮ বিশ্বকাপে।
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
এছাড়া সুইজারল্যান্ডকে হারিয়ে আরও এক কীর্তি গড়েছে ব্রাজিল। বিশ্বকাপের মঞ্চে দ্বিতীয় দল হিসেবে কোনও একটি আসরে নিজেদের প্রথম দুই ম্যাচে প্রতিপক্ষকে নিজদের গোলে শট নিতে দিল না ব্রাজিল। সার্বিয়া কিংবা সুইজারল্যান্ড, কোনও দলই ব্রাজিলের গোল অভিমুখে শট নিতে পারেনি। প্রথম দল হিসেবে বিশ্বকাপের মঞ্চে এহেন কীর্তি গড়েছিল ফ্রান্স। ১৯৯৮ বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা এবং সৌদি আরব ফ্রান্সের গোলে শট নিতে পারেনি।