বিশ্বদীপ ব্যানার্জি: ২০২১ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর এবারে ফের কোপা আমেরিকা ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। চমকপ্রদ বিষয়, এবারেও মেসিদের সামনে যে দল তারা হলুদ জার্সি আর নীল প্যান্ট পরে মাঠে নামবে। যা যেন ২০২১ ফাইনালের পুনরাবৃত্তির দিকেই ইঙ্গিত করছে। সেইসঙ্গে মনে পড়িয়ে দিচ্ছে ২০১৫ এবং ২০১৬ কোপা ফাইনাল।
আরও পড়ুনঃ রেকর্ড গড়ে ট্রফির আরও কাছাকাছি, Argentina কে ফাইনালে তুলে জার্সি বদল মেসির
২০২১ সালের কোপা আমেরিকা ফাইনালে হলুদ জার্সিধারী ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতেছিল আলবিসেলেস্তেরা। এবারে ব্রাজিল নেই। ফাইনালে প্রতিপক্ষ কলম্বিয়া। বৃহস্পতিবার সকালে দ্বিতীয় সেমিফাইনালে যারা হারিয়ে দিয়েছে ১৫ বারের কোপাজয়ী উরুগুয়েকে। কিন্তু সেই কলম্বিয়া দলের জার্সির রংও হলুদ। প্যান্টের রং ব্রাজিলের মতই নীল।
তাই ব্রাজিল না উঠলেও মেসিদের কাছে যেন ফিরেই আসছে ২০২১ কোপা আমেরিকা ফাইনাল। পাশাপাশি ফিরছে ২০১৫ এবং ২০১৬ কোপা আমেরিকা ফাইনালের স্মৃতিও। সাধারণত পরপর দু’বছর কোপা হয় না। কিন্তু ২০১৫ এবং ২০১৬ সালে হয়েছিল। কারণ, ২০১৬ তে ছিল কোপার ১০০ বছর পূর্তি। তাই ২০১৫ -এর পর ফের পরের বছরই হয় প্রতিযোগিতাটি। আর দুবারই আর্জেন্টিনাকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন চিলি।
খাস খবর ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/5eGwbh7XqkKR1mRr/?mibextid=qi2Omg
অর্থাৎ দেখা যাচ্ছে, আর্জেন্টিনা ইদানিংকালে পরপর দুবার কোপা আমেরিকা ফাইনালে উঠলে আগেরবারের সঙ্গে কোনও না কোনও যোগসূত্র থাকছেই। ২০১৫ এবং ২০১৬ তে মেসিদের প্রতিপক্ষ ছিল চিলি। ২০২১ এবং ২০২৪ এর ফাইনালে প্রতিপক্ষ হলুদ জার্সি। যদি চিলির বিরুদ্ধে দুটি ফাইনালে ফলাফল অভিন্ন থাকে তাহলে এবারেও একই জিনিস দেখা যাবে না কেন? যদিও গোটা প্রতিযোগিতা জুড়েই কলম্বিয়া যে ধরনের ফুটবল খেলেছে তাতে ফাইনালে স্ক্যালোনির ছেলেদের জন্য কাজটা যে একেবারেই সোজা হবে না তা বলাই বাহুল্য। এদিন গোটা দ্বিতীয়ার্ধ ১০ জনে খেলেও কলম্বিয়া গোল শোধ করতে দেয়নি ১৫ বারের শিরোপা জয়ী উরুগুয়েকে।