শুভম দে: আনোয়ার আলি (Anwar Ali) ইস্যুতে জট যেন কাটছেই না। আগামী ৩০ শে সেপ্টেম্বর এআইএফএফের (AIFF) প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির সামনে শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু জানা যাচ্ছে তা পিছিয়ে গেল পুজোর পর। নতুন তারিখ ১৪ ই অক্টোবর।
আরও পড়ুন: গম্ভীর জমানা অতীত, দায়িত্ব নিতে চলেছেন দু’বারের বিশ্বজয়ী তারকা
জানা যাচ্ছে, আগামী ৮ অক্টোবর আনোয়ারের আইনজীবীর শিরদাঁড়ায় অস্ত্রোপচার হবে তাই তিনি চিঠি দিয়ে শুনানির তারিখ চার সপ্তাহ পিছিয়ে নভেম্বরে করার দাবি জানিয়েছেন কারণ শুনানির সময় দীর্ঘক্ষণ বসে থাকা সম্ভব নয় তাঁর পক্ষে। কিন্তু প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে অতদিন শুনানি পিছানো সম্ভব নয়। আগামী ১৪ ই অক্টোবর বিকেল ৫:০০ টা নাগাদ শুনানির সময় নির্দিষ্ট করা হয়েছে।
এর আগে ইস্টবেঙ্গল ও দিল্লি এফসির তরফ থেকেও জানানো হয়েছিল যে তাদের আইনজীবীরা ৩০ তারিখ উপস্থিত থাকতে পারবেন না। আর এবার আনোয়ারের (Anwar Ali) আইনজীবীও তারিখ পরিবর্তন করার আবেদন জানালেন। ফলে ইস্টবেঙ্গলের কাছে আইএসএলের আরও দুটি ম্যাচে আনোয়ারকে খেলানোর সুযোগ থাকল।
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
আর এদিকে পুরো ঘটনাটিতেই ইস্টবেঙ্গলের চক্রান্ত দেখছে মোহনবাগান। আগের দিন কেরালা ব্লাস্টার্স ম্যাচে আনোয়ারকে নামিয়েছিল ইস্টবেঙ্গল। এবার আজকের গোয়া ম্যাচ ও আগামী পাঁচ তারিখ জামশেদপুর ম্যাচেও এভাবেই তাঁকে খেলাতে চাইছে লাল হলুদ ব্রিগেড তাই শুনানির তারিখ পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে মনে করছে সবুজ মেরুন শিবির। এখন দেখার আনোয়ার জল গড়ায় কোনদিকে।