ঊর্মি-সাত্যকি’র পথ চলা শেষ, বরফি’কে নিয়ে নতুন জল্পনায় Writwik

0
64

বিনোদন ডেস্ক: অভিনেত্রী অরুণিমা হালদার ভক্তদের জন্য সুখবর, ফের ধারাবাহিকে ফিরছেন সকলের প্রিয় বরফি। আয় তবে সহচরী শেষ হয়ে যাওয়ার পরে মন খারাপে ভেঙে পড়েন বরফি ভক্তরা। এদিন খবর প্রকাশ্যে আসতেই আনন্দে আত্মহারা হয়ে পড়েন অরুণিমা অনুরাগীরা। টলিপাড়ায় কানাঘুষো খবর, অভিনেতা ঋত্বিক মুখোপাধ্যায়ের বিপরীতে দেখা যাবে তাঁকে।

তবে এখনও অবধি ধারাবাহিকের নাম ঘোষনা হয়নি। তবে জানা গিয়েছে, বেঙ্গল টকিজ়’-এর প্রযোজনায় আসতে চলেছে এই নতুন মেগা। ইতিমধ্যে ধারাবাহিকের প্রোমোর শুটিং সারা হয়ে গিয়েছে। খুব শীঘ্রই টেলিকাস্ট করা হবে, বলে খবর। সম্ভবত জি বাংলাতেই সম্প্রচারিত হবে এই মেগা। যদিও এখনও অবধি তারকা মহলের কেউ এই বিষয়ে মুখ খোলেনি।

- Advertisement -

টলিপাড়ায় আরও খবর, এই ধারাবাহিকে নাকি বরফির বিপরীতে টিপু কেই নেওয়ার কথা ছিল, কিন্তু প্রস্তাবে না করে দেন ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। তারপরেই নেওয়া হয় ‘এই পথ যদি না শেষ হয়’ নায়ক’কে। তবে মন ভেঙেছে ‘এই পথ যদি না শেষ হয়’ অনুরাগীদের। ঋত্বিকের নতুন ধারাবাহিকে কাজ করার খবরে অনেকেরই অনুমান, খুব শীঘ্রই শেষ হয়ে যাবে ‘এই পথ যদি না শেষ হয়।’