কেন হৃত্বিকের মতো হতে চান আর মাধবন

0
30

বিনোদন ডেস্ক : সম্প্রতি মুক্তি পেয়েছে হৃত্বিকের আসন্ন ছবি ‘বিক্রম বেদা’র বেদা ফার্স্ট লুক । ১০ জানুয়ারি অভিনেতার জন্মদিনকে আরও বিশেষ করে তুলতে এদিনই প্রথম মুক্তি পায় তার বেদা লুক। অভিনেতার বেদা লুক প্রকাশ্যে আসতেই প্রশংসার ঝড় ওঠে নেটদুনিয়ায়। সেলিব্রিটি মহল থেকে আমজনতা প্রশংসায় পঞ্চমুখ সবাই । সেই তালিকা থেকে বাদ পরেনি দক্ষিনী সুপারস্টার আর মাধবনও । নিজেকে আটকে রাখতে না পেরে এদিন এক সাক্ষাৎকারে অভিনেতা জানান,’তিনিও সব ধরনের সিনেমায় অভিনয় করতে চান যেমনটা হৃত্বিক করেন। এমনকি ওয়ার খ্যাত অভিনেতার মতো ফিট অ্যান্ড ফাইনও থাকতে চান তিনি। যাতে বলি ডিভা ক্যাটরিনা কাইফ এর বিপরীতে অভিনয় করার সুযোগ পান। অভিনেতার এমন মন্তব্যে হতবাক নেটদুনিয়া।

তামিল হিট ছবি ‘বিক্রম বেদা’র হিন্দি রিমেক এটি। প্রাচীন গল্পকাহিনি বিক্রম-বেতালের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে এই ছবিটি । তামিল-হিন্দি দুই ছবিরই পরিচালক আসনে দেখা যাবে পুষ্কর এবং গায়ত্রীকে। তবে মুখ্য চরিত্র ‘বিক্রম’ আর ‘বেদা’তে দেখা যাবে সইফ আর হৃত্বিককে। এ ছবির তামিল ভার্সন বেদা চরিত্রে অভিনয় করেন অভিনেতা আর মাধবন। বেশ‌ জনপ্রিয়তাও পান তিনি। কিন্তু অভিনেতার নিজের কি ভালো লেগেছে নিজের অভিনয় ! তাঁর সাক্ষাৎকার বলছে অন্য কথা।

- Advertisement -

এদিন সাক্ষাৎকারে হৃত্বিকের প্রশংসায় পঞ্চমুখ হয়ে পরেন আর মাধবন। উত্তেজনায় বলেই ফেলে প্রায় ‘আমি হৃত্বিকের মতো হতে চাই’। পাশাপাশি তাঁর ক্যাটরিনার সাথে অভিনয় করার ইচ্ছাও প্রকাশ পায়। অভিনেতা জানান, “আমি বরাবরই হৃতিকের প্রশংসা করি। আমরা প্রায় একই সময়ে অভিনয়ে যাত্রা শুরু করি । আর ওঁকে দেখতে এখনও গ্রীক গডের মতোই। অ্যাকশন দৃশ্যেও চমৎকার দক্ষতা কিন্তু শুধু চাইলেই তো আমি আর এরকম সব ছবিতে অভিনয় করতে পারি না, তাঁর জন্য আমায় হৃত্বিকের মতো হতে হবে।” পাশাপাশি মাধবন এও জানান যে, অভিনয়ের দিক থেকে তিনি ছবির স্ক্রিপ্ট, গল্প এবং চরিত্রের ওপর বেশি করে জোর দেন।