
বিনোদন ডেস্ক: ফারহা খানের ভাই বলিউড পরিচালক সাজিদ খানকে নিয়ে বিতর্কের শেষ নেই। তবে এটা নতুন নয়, আজ থেকে প্রায় ৪ বছর আগে সম্ভবত 2018 সালে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। পরিচালক সমিতি থেকে এক বছরের জন্য বরখাস্তও করা হয় । কিন্তু তাতে নিজেকে শুধরোয়নি সাজিদ, যা ইচ্ছা তাই করে গিয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলাও করা হয় কিন্তু সবই টাকার অঙ্কে চাপা পড়ে যায়। তবে কথায় আছে না “পাপ কখনও বাপকে ছাড়ে না”, ঠিক তাই হল সাজিদের সঙ্গে। বিগবসের ঘরে পা দিতে না দিতেই পরিচালকের পুরোনও মামলা মাথা চারা দিয়ে ওঠে।
আরও পড়ুন: “কলকাতা আমার মনের খুব কাছের”, শ্যুটিং শেষে বিশেষ মুহূর্ত শেয়ার করলেন Anushka
দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল (Swati Maliwal) সাজিদকে শো থেকে বার করে দেওয়ার দাবি জানিয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)-কে চিঠি লেখেন। তাতে স্বাক্ষরও করেন একাধিক অভিনেত্রীরা। কিন্তু তারপরেও সাজিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বিগবস। এই প্রসঙ্গে অনেকেই বলছেন, বহুদিনের ঘনিষ্ঠ বন্ধু ফারহা খানের ভাই হওয়ার তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নিচ্ছেন না সঞ্চালক সলমন। আবার কেউ কেউ বলেছেন, ফারহার অনুরোধেই এখন অবধি বিগ বসের ঘরে টিকে আছেন সাজিদ। তবে এই বিষয়ে এখনও মুখ খোলেনি তারকা মহলের কেউই।
আরও পড়ুন: Sean-Ditipriya’র জুটি এবার বড়পর্দায়, ছবির নাম জানেন
এসবের মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অভিনেত্রী অহনা কুমরা (Aahana Kumra)-র সাথে ঘটে যাওয়া অতীতের একটি ঘটনা। 2018 সালে মি টু মুভমেন্টে উত্তাল বলিউডে অহনা মুখ খুলেছিলেন সাজিদের বিরুদ্ধে। তিনি একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, অডিশন দিতে সাজিদের বাড়ি যান তিনি, আগেভাগেই তিনি জানতেন পরিচালকের চরিত্রে,তাই ভিতরের ঘরে বসতে চায়নি, এমনকি আত্মরক্ষা করতে প্রথমেই জানিয়ে দিয়েছিলেন তাঁর মা পুলিশ। কিন্তু আখিরে কোনও প্ল্যানই সফলতা পায়নি, কথার ছলে অহনাকে ভেতরের ঘরে নিয়ে যায় সাজিদ। সেখানে গিয়ে হঠাৎই তাঁকে জিজ্ঞাসা করেন, একশো কোটি টাকা দিলে কুকুরের সাথে সেক্স করবেন কিনা! এমনকি তিনি বলেছিলেন, তিনি যা দেখেন, অহনাকেও তা দেখতে হবে।