‘যা হয় ভালোর জন্যই হয়’- দারুন সুখবর দিলেন সুমন দে

0
3445

অর্পিতা দাস: দারুন এক সুখবর নিয়ে হাজির সকলের প্রিয় অভিনেতা সুমন দে, ছোট পর্দায় দর্শকদের মনে জায়গা করে নেওয়ার পর এবার বড়পর্দায় প্রথমবার মুখ্য চরিত্রে এই অভিনেতা।

- Advertisement -

কিছুদিন আগে ব্যক্তিগত জীবন নিয়ে নানান জলঘোলা হলেও সেই বিষয়ে কোন মন্তব্য না করে নিজের কাজ করে যাচ্ছিলেন অভিনেতা সুমন দে। তবে এই খারাপ সময়ের পরই এলো তাঁর জীবনে এক দারুন ভালো সময়। বড় পর্দায় মুখ্য চরিত্রে প্রথমবার দেখা যাবে সুমন দে কে। মনীশ ঘোষ পরিচালিত শুধু যাওয়া আসা ছবিতে রতন নামের খুব সাধারণ একটি ছেলের চরিত্রে অভিনয় করেছেন সুমন। তবে এই ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের পাশাপাশি মনু মুখোপাধ্যায় এর মত মানুষদের সান্নিধ্য পেয়েছেন- এটাই সবচেয়ে বড় প্রাপ্তি বলে মনে করছেন সুমন। সুমনের কথায়, ‘ রতন চরিত্রটা খুব সাধারণ এক ছেলে, বিয়ের পর স্ত্রীকে নিয়ে সে এক বাড়িতে ভাড়া থাকতে আসে, আর সেখানেই বিভিন্ন মানুষের সঙ্গে আলাপ পরিচয় এবং গল্প এগোয় সেভাবেই। রতনের সঙ্গে খুব সহজেই নিজেদের মিল খুজে পাবেন বাকি সাধারণ মানুষেরা।

রতনের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন একজন নবাগতা অভিনেত্রী।’ অনেকদিন আগে শুটিং হলেও এই ছবি মুক্তি পাবে কিনা তা নিয়ে নিশ্চিত ছিলেন না সুমন, সেই কারণে খানিকটা মন খারাপও ছিল। তবে কিছুদিন আগেই খারাপ সময় কাটিয়ে ওঠার পর অবশেষেই ভালো খবর পেয়ে দারুন খুশি সুমন দে। ‘যা হয় ভালোর জন্যই হয়, বছরের শুরুটা খুব একটা ভালো না হলেও হয়তো এই ভালো খবরটার জন্য‌ই অপেক্ষা করেছিলাম’- জানালেন সুমন। ১২ বছরের কেরিয়ারে সুমন যে কটা চরিত্র করেছেন, দর্শকেরা ভালবেসেছেন, তাই রতন কেউ হয়তো এভাবেই ভালোবাসবেন দর্শকেরা এমনটাই মনে করছেন সুমন, বর্তমানে কালার্স বাংলার তুমিই যে আমার মা ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন সুমন। তবে ছবি হিট হ‌ওয়া নিয়ে আপাতত কিছুই ভাবছেন না সুমন, কারণ সৌমিত্র চট্টোপাধ্যায়, মনু মুখোপাধ্যায়, পরিচালক মনীশ ঘোষ এবং বিশ্বনাথ বসু, কাঞ্চন মল্লিক, ভরত কল এর মত মানুষদের সঙ্গে কাজ করাটাই তাঁর কাছে বড় পাওনা। তাই ছোট পর্দার পর অবশেষে বড় পর্দায় নিজেকে দেখতে পাবেন, এটুকুতেই দারুণ খুশি সুমন দে।

আরও পড়ুনপাহাড় নাকি সমুদ্র, হানিমুনে কোথায় যাচ্ছেন মোহর-দুর্নিবার