কি হলো ইউভানের পরীক্ষার রিপোর্ট

0
145

অর্পিতা দাস: গতকাল করোনায় আক্রান্ত হ‌ওয়ার খবর জানিয়েছেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তখন থেকেই রাজ-শুভশ্রীর অনুরাগীরা উদ্বিগ্ন ছিলেন ইউভানের। কি হলো ইউভানের রিপোর্ট?

এই নিয়ে দ্বিতীয় বার করোনা আক্রান্ত হয়েছেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সবচেয়ে বড় ব্যাপার একসঙ্গে করোনায় আক্রান্ত এই তারকা দম্পতি, তাই এখন চিন্তা ছোট্ট ইউভান কে নিয়ে। কারণ বেশ কিছুদিন মা-বাবার থেকে অনেকটা দূরে থাকতে হবে ইউভানকে।

তবে তার আগেও দর্শকেরা জানতে চেয়েছেন কেমন আছে ইউভান? ইউভানের কোভিড রিপোর্ট নিয়ে দুশ্চিন্তা করেছেন বহু মানুষ। তবে দুশ্চিন্তা করার কোন কারণ নেই ইউভানের কোভিড রিপোর্ট নেগেটিভ। সম্পূর্ণ সুস্থ আছে ইউভান। রাজ এবং শুভশ্রী দুজনেই আগের থেকে অনেকটা সুস্থ, তবে ইউভানের থেকে দূরে থাকার জন্য মন খারাপ তাদের। গতবার বাবা বা মায়ের সঙ্গ পেয়েছে ইউভান, তবে এবার দুজনের থেকেই দূরে।

যদিও শুভশ্রী আগেও জানিয়েছেন, তাদের কাজের ধরন ইতিমধ্যেই বুঝে গেছে ইউভান এবং এই বয়সেই অনেকটা মানিয়ে নিতে শিখে গেছে সে। তবুও শুটিং শেষ করে বাড়ি ফিরে ইউভানকে কোলে নেওয়ার অপেক্ষা সবসময়ই করে থাকেন শুভশ্রী এবং রাজ। শীঘ্রই আবার সেই সময় ফিরে আসুক, সম্পূর্ণ সুস্থ হয়ে ছেলে ইউভানের কাছে ফিরে আসুক রাজ শুভশ্রী, টিম খাসখবরের পক্ষ থেকে রইল সেই শুভকামনা।

- Advertisement -