Super Singer: মিউজিক্যাল রিয়্যালিটি শোয়ের মঞ্চে বিয়ের অনুষ্ঠান

0
13855

পূর্বাশা দাস: স্টার জলসার জনপ্রিয় মিউজিক্যাল রিয়্যালিটি শো সুপার সিঙ্গার। প্রথম, দ্বিতীয় সিজনের সাফল্যের পর এই শোয়ের তৃতীয় সিজন শুরু হয়েছে। একের পর এক পর্বে বিশেষ বিশেষ চমক দেখানোর পর এবার জীবনসঙ্গীও খুঁজে দিচ্ছে সুপার সিঙ্গার এর মঞ্চ। এবার সুপার সিঙ্গার এর মঞ্চ থেকেই জীবনসঙ্গী খুঁজে পেলেন সুপার সিঙ্গার এর প্রতিযোগী। নিঃসন্দেহে এটি একটি অভিনব ঘটনা।

সুপার সিঙ্গার এর সিজন থ্রি’র প্রতিযোগী নিখিল আদতে কাশ্মীরের ছেলে। বাংলার টানে বাংলাকে ভালোবেসে সুপার সিঙ্গার এর মঞ্চে গান গাইতে এসেছেন নিখিল। কিন্তু শুধু বাংলাকে ভালোবেসেই নয় নিখিলের বাংলায় আসার অন্য আরও একটি কারণ রয়েছে। নিখিল ইচ্ছা তিনি বাঙালি কন্যেকেই নিজের ঘরনী বানাতে চান। এবার নিখিলের এই বাসনা পূর্ণ হতে চলেছে। নিখিল নিজের জীবন সঙ্গিনী খুঁজে পেয়েছেন এই সুপার সিঙ্গার এর মঞ্চ থেকেই। সুপার সিঙ্গার এর পূর্ববর্তী সিজনের প্রতিযোগী সুস্মিতার সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন পাঞ্জাবি নিখিল।

- Advertisement -

সুপার সিঙ্গার এর মঞ্চে ইতিমধ্যেই সুস্মিতার মায়ের উপস্থিতিতে নিখিলের সঙ্গে সুস্মিতার বিয়ের কথা পাকা হয়ে গিয়েছে। এরপর আরও চমক আসতে চলছে। বলা যায় ধামাকা পর্ব আসতে চলেছে। এই প্রথম বারের জন্য কোনও রিয়্যালিটি শোয়ের মঞ্চে বিয়ের আশীর্বাদ পর্ব সারা হতে চলেছে। সুপার সিঙ্গার এর মঞ্চে সঞ্চালক, বিচারকদের এবং অগণিত দর্শকদের সাক্ষী রেখে নিখিল এবং সুস্মিতা তাদের নতুন জীবন শুরু করবেন। টিম খাস খবর এর তরফ থেকে সুস্মিতা এবং নিখিলের নতুন জীবনের জন্য রইল একরাশ শুভেচ্ছা এবং শুভকামনা।

আরও পড়ুন: CDS Bipin Rawat: বিপিন রাওয়াতের মৃত্যুতে শোক স্তব্ধ বলিউড

সুপার সিঙ্গার এর এই অভিনব পর্ব দেখতে হলে চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায়। সুপার সিঙ্গার সিজন থ্রি’ সম্প্রচারিত হয় স্টার জলসার পর্দায় প্রত্যেক শনি এবং রবিবার ঠিক রাত সাড়ে ন’টায়।