Ranveer Singh: স্ত্রীর গর্ভে ছেলে না মেয়ে, জানতে লিঙ্গ নির্ধারণের চেষ্টায় বিপাকে অভিনেতা

0
54

বিনোদন ডেস্ক: বলিউডের এনার্জি হাউজ হিসেবে পরিচিত অভিনেতা রনবীর সিং। দীপিকা পাডুকোন ও তাঁর জুটিও ইন্ডাস্ট্রিতে বেশ চর্চিত। কয়েকদিন ধরেই অভিনেত্রীর মা হওয়া নিয়ে আলোচনা চলছে। এরইমাঝে হবু সন্তানের লিঙ্গ নির্ধারণ করে বিপাকে পড়লেন অভিনেতা রনবীর সিং।

আরও পড়ুন: শাহকে আপ্যায়নের পরও ডাক আসেনি, ক্ষোভে তৃণমূলে যোগ দিতেই মিলেছে চাকরি-বাড়ি

সন্তানের লিঙ্গ নির্ধারণ করার চেষ্টা করেছেন অভিনেতা যা বেআইনি এমনই অভিযোগ তুলে রনবীরের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করা হয়। তবে এমন ঘটনা অভিনেতার আসল জীবনে ঘটেনি। ‘জয়েশভাই জোরদার’ অভিনেতার আসন্ন ছবি। এই গল্পের প্রেক্ষাপট কন্যা সন্তানকে বাঁচানো। ছবির ট্রেলার মুক্তির পরই একটি দৃশ্য সামনে এসেছে যেখানে কিন্তু এই ছবির মধ্যেই রয়েছে একটি দৃশ্য যেখানে অবৈধভাবে লিঙ্গ নির্ধারণ করা হচ্ছে। ভ্রূণের লিঙ্গ নির্ধারণ নিষিদ্ধ, তাহলে প্রচার করা হচ্ছে কেন? এই প্রশ্ন তুলেই ‘ইউথ এগেন’স্ট ক্রাইম’ নামক একটি এনজিও দিল্লি হাইকোর্টে জয়েশভাই জোরদার এবং অভিনেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

আরও পড়ুন: সঙ্কট মোকাবিলায় শ্রীলঙ্কাকে এক মাসের বেতন দান করবেন রাজ্যের সাংসদরা

উল্লেখ্য, সম্পূর্ণ ছবিটি ইতিমধ্যেই সেন্সর বোর্ডে পাঠান হয়েছিল। একটি দৃশ্যও কাটা পড়েনি। তবে এই মামলার ফলে ছবির প্রযোজক থেকে শুরু করে পরিচালক, অভিনেতা সকলেই চিন্তায় পড়েছেন।