
বিনোদন ডেস্ক : ৩৪-এ পা দিলেন উরি খ্যাত অভিনেতা ভিকি কৌশল। স্ত্রী ক্যাটরিনা কাইফ আর বিশেষ কিছু ঘনিষ্ট বন্ধু-বান্ধবদের এদিন নিউ ইয়র্কে অভিনেতার বার্থ ডে সেলিব্রেশন হল। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল সে ভিডিও।
আরও পড়ুন : Pallabi Dey death update : খুন নাকি আত্মহত্যা , প্রকাশ্যে ময়না তদন্তের রিপোর্ট
ভিডিওতে দেখা যাচ্ছে মধ্যরাতে কেক কাটছেন অভিনেতা। পাশে প্রিন্টেড হোয়াইট ড্রেসে স্ত্রী ক্যাটরিনা। তবে শুধু ভিকি-ক্যাট নয় তাঁদের সঙ্গে আছে একগুচ্ছ বন্ধু-বান্ধবদের দল। সম্প্রতি নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে সেলিব্রেশনের বেশকিছু ক্যামেরাবন্দি মুহূর্ত শেয়ার করেন অভিনেতা।ক্যাপশনে,”প্রিয় মানুষদের সঙ্গে একটি নতুন বছর পার করলাম,অমি খুব খুশি, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসা এত উষ্ন শুভেচ্ছা দেওয়ার জন্য। অনেক অনেক ভালোবাসা।”
View this post on Instagram
আরও পড়ুন :‘আমাকে একটু সময় দিন’, প্রিয় বান্ধবীর রহস্য মৃত্যু থেকে সড়ে এলেন Pratyusha Paul
গতকাল ১৬ মে ৩৪-এ পা দিলেন বলিউড স্টার ভিকি কৌশল। জন্মদিনে নিজের ভালোবাসার সঙ্গে কাটানো এক গুচ্ছ ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শেয়ার করেন বলি অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “New York Wala Birthday, My love Simply put ………………YOU MAKE EVERYTHING BETTER।”