এন্টারটেইনমেন্ট ডেস্ক: স্বামীর সংসারে স্ত্রীদের জায়গা তৈরি করে নেওয়ার চেষ্টা অথবা হঠাৎ করে হাজির স্বামীর আরেক স্ত্রী- একই গল্পের ধরনে বিরক্ত দর্শকেরা। সর্বজয়ার জীবনে স্বর্ণচাঁপার আগমন দেখে একঘেয়েমি কাটানোর অনুরোধ দর্শকদের।
টিআরপি তালিকায় আগে প্রথমদিকে থাকলেও ক্রমশ পিছিয়ে পড়ছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক সর্বজয়া। প্রথমে সর্বজয়ার গল্পের সঙ্গে মহিলারা নিজেদের গল্পের মিল খুঁজে পেলেও ধীরে ধীরে সেই গল্প গাছে ওঠার মত অবস্থা। সঞ্জয় চৌধুরী প্যারালাইসড হয়ে যাওয়ার পর স্বামীর জায়গা ধরে রাখার চেষ্টা করে চলেছে সর্বজয়া।
নিজের মানুষের সঙ্গেই চলছে লড়াই, তবুও সংসারকে এক করে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে সে। এতকিছু দর্শকেরা মেনে নিলেও হঠাৎ করে সঞ্জয় চৌধুরী জীবনে উড়ে এসে জুড়ে বসা দ্বিতীয় বউকে আর মেনে নিতে পারছেন না দর্শকেরা। এক স্বামীর দুই বউ, একজন ভাল একজন খারাপ এবং স্বামীকে নিয়ে চলতে থাকা তাদের লড়াই- ২০২১ এও সিঁদুর নিয়ে এইভাবে লোফালুফি খেলা হয়তো আর পছন্দ করছেননা দর্শকেরা। এখন সর্বজয়ার পাশে রয়েছে চৌধুরী পরিবারের প্রত্যেকেই। স্বর্ণচাঁপা আসলে কি উদ্দেশ্যে চৌধুরী পরিবার হাজির হয়েছে তা বুঝতে পারছেন না কেউই।
তবে এই নিয়ে দর্শকদের নানান মত রয়েছে, বেশিরভাগ দর্শকদের কথায় সেই একই দিকে নিয়ে যাওয়া হচ্ছে এই গল্প তাই আগের মতন এই ধারাবাহিক আর ভালো লাগে না তাদের। তবে কেউ কেউ বলছেন স্বর্ণচাঁপা আসলে মনোসিজ এবং পরিবারের বাকি সদস্যদের মুখোশ খুলতে এসেছে, স্বর্ণচাঁপার জন্যই হয়তো সর্বজয়া কে বাড়ির বউ হিসেবে ভালোভাবে গ্রহণ করে নেবে সকলে। পরে যে আসলে জয়ী হবে সর্বজয়া, ত সকলেই জানেন। কিন্তু প্রত্যেক ধারাবাহিকে একাধিক স্বামী বা স্ত্রী এর আগমন দেখে ধীরে ধীরে বিরক্ত হয়ে উঠছেন দর্শকেরা।