অর্পিতা দাস: ছোটপর্দার অন্যতম জনপ্রিয় দুই চরিত্র জি বাংলা কি করে বলবো তোমায় ধারাবাহিকের রাধিকা এবং স্টার জলসার এখানে আকাশ নীল ধারাবাহিকের হিয়া। আজ একসঙ্গে নতুন কাজের সুখবর দিলেন দুই অভিনেত্রী স্বস্তিকা দত্ত এবং অনামিকা চক্রবর্তী।
এই দুই ধারাবাহিক শেষ হওয়ার পর আর ছোট পর্দায় দেখা যায়নি এই দুই অভিনেত্রী কে। দুজনেই এখন ভাবনা চিন্তা করছেন অন্য রকম কাজ করার। ইতিমধ্যেই বড় পর্দার প্রথম কাজ ইস্কাবনের শুটিং সেরে ফেলেছেন অনামিকা চক্রবর্তী। স্বস্তিকা দত্ত মিউজিক ভিডিওর পাশাপাশি ওয়েব সিরিজ এবং বড় পর্দায় কাজ নিয়ে চিন্তাভাবনা করছেন। দুজনেই আবারও নতুন কাজ শুরুর সুখবর দিলেন।
অনেকদিন পর আবার ছোট পর্দায় দেখা যেতে চলেছে অনামিকা চক্রবর্তী কে। স্টার জলসার মহাপীঠ তারাপীঠ ধারাবাহিকে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করছেন অনামিকা। সেই ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় সামনে এনেছেন অনামিকা। অন্যদিকে স্বস্তিকা দত্তও শুরু করলেন তার নতুন কাজ। প্রথমবার কোন মিউজিক্যাল কাজ করতে চলেছেন স্বস্তিকা, নাম নগরবাউল কথা। বাস্তবের সঙ্গে এবার কাজের ক্ষেত্রেও মিউজিক ওতপ্রোতভাবে জড়িয়ে গেল স্বস্তিকার সঙ্গে। তবে নগরবাউলকথা নিয়ে এর থেকে বেশি কিছু আর জানা যায়নি। বড় পর্দা বা ওটিটিতেই দর্শকরা দেখতে পাবেন নগরবাউল কথা।
এই ব্যাপারে স্বস্তিকা অনুরাগীরা নিশ্চিত থাকতে পারেন যে নতুন চরিত্রে আবারো সকলকে মুগ্ধ করবেন স্বস্তিকা। কারণ এই মুহূর্তে চরিত্র নিয়ে অনেক ভাবনা চিন্তা করার পরে কাজ শুরু করছেন এই অভিনেত্রী। তাই আজ সকাল থেকেই এই দুই অভিনেত্রীর অনুরাগীরা দারুণ উচ্ছ্বসিত, কারণ পছন্দের অভিনেত্রীর এর কাজ দেখার অপেক্ষা করেন তারা। খুব শীঘ্রই যেমন অনামিকাকে টিভি পর্দায় আবার দেখতে চলেছেন দর্শকেরা, তেমনই স্বস্তিকা ও নতুনভাবে দর্শকদের মাঝে আসতে চলেছেন নতুন বছরেই।