TRP : সৌরভ-ডোনা জুটির সামনে টিকতে পারল না ‘ইস্মার্ট জোড়ি’র জুটিরা

0
33

বিনোদন ডেস্ক : ফের শিরোনামে সৌরভ গাঙ্গুলি। ক্রিকেটের মাঠে ছক্কা হাঁকানোর পাশাপাশি টি আর পি রেটেও ছক্কা দাদার। টি আর পি তালিকায় নন-ফিকশন শো-এর মধ্যে প্রথম স্থান দাদাগিরি। এক কথায় শেষ হয়েও হল না শেষ, চলে গিয়েও নিজের নিজের ছাপ রেখে গেল।

আরও পড়ুন : আইনি জটে Kiara-Varun

- Advertisement -

খবর প্রকাশ্যে আসতেই সাড়া পরে গিয়েছে নেটদুনিয়ায়। দাদার সাফল্যে আনন্দে আত্মহারা অনুরাগীরা। ক্রিকেটের মাঠে সুপারহিরো, প্রশাসকের ভূমিকাতেও তাঁর কৃতিত্ব অনস্বীকার্য। এসবের মাঝে তাঁর আরও একটি পরিচয় বাংলার সফল সঞ্চালক তিনি। এদিন তা আবার প্রমাণ হয়ে গেল।নন-ফিকশন শো-এর মধ্যে ৬.৯ রেটিং-এ প্রথম স্থান দখল করেছে দাদাগিরি। ৩.৩ নম্বরে দ্বিতীয় স্থান ‘ইস্মার্ট জোড়ি।’

আরও পড়ুন :Rishi-Neetu : নেশাভান করে মারধর, সম্পর্ক থেকে বেড়িয়ে আসতে চেয়েছিলেন নিতু

তবে দাদার এই সাফল্যের একটা বড় অংশে ভূমিকা আছে সৌরভ পত্নী ডোনা গাঙ্গুলির। সিজন ৯ -এ ডোনার উপস্থিতি বড় প্রভাব ফেলেছে টি আর পি রেটে। আসুন এক ঝলকে দেখেনি নন-ফিকশন শো-এর টি আর পি তালিকা।

আরও পড়ুন :TRP-যুদ্ধে টিকে থাকতে ‘অনুরাগের ছোঁয়া’য় বড় বদল

দাদাগিরি S9 (৬.৯) [গ্র্যান্ড ফিনালে]

দাদাগিরি S9 (৫.০)

ইস্মার্ট জোড়ি (৩.৩)

রান্নাঘর (১.১)