অর্পিতা দাস: বদলে যাচ্ছেন প্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু অর্থাৎ মিঠাই, এই নিয়েই শুরু হয়েছে সৌমিতৃষা অনুরাগীদের মধ্যে নানান তর্ক বিতর্ক। বলা যেতে পারে দুই দলে ভাগ হয়ে গেছেন সৌমিতৃষার অনুরাগীরা।
সোশ্যাল মিডিয়ায় মিঠাই ধারাবাহিক সহ সিদ্ধার্থ মিঠাই জুটি এবং আদৃত ও সৌমিতৃষার অগুনতি ফ্যান পেজ রয়েছে, প্রত্যেক দিনই সেইসব ফ্যান পেজ থেকে প্রিয় তারকাদের বিয়ে ছবি ভিডিও এবং লেখা পোষ্ট হতেই থাকে, এর জন্য অনেক সময় দেন অনুরাগীরা। হঠাৎ করেই সৌমিতৃষার কিছু অনুরাগীদের মতে, বদলে গেছেন তাদের প্রিয় অভিনেত্রী, আগের মত সৌমিতৃষা তার ফ্যানদের কষ্ট করে তৈরি করা এই স্টোরি তেমন ভাবে দেখানো না এবং লাইকও করেন না, এই কারণে কেউ কেউ আবার বলতে শুরু করেছেন তারা এই ফ্যানপেজ ছেড়ে বেরিয়ে যাবেন। তবে অন্যদিকে সৌমিতৃষার বহু ফ্যানরাই এই ঘটনার বিরোধিতা করেছেন।
তাদের মতে, তাদের প্রিয় অভিনেত্রীকে ভুল বুঝতে শুরু করেছেন কয়েকজন, সৌমিতৃষা সময় পেলেই তাদের সব ছবি ভিডিও দেখেন আবার শেয়ারও করেন। তাই কখনোই বদলে যেতে পারেন না সৌমিতৃষা। এই ঘটনা নিয়ে কথা বলতে শুরু করেছেন আদৃতের অনুরাগীরা ও। তাদের কথায়, তারা গর্বিত তারা আদৃতের ফ্যান। কারণ তারা আদৃতের জন্য যা কিছু করেন ভালোবেসে করেন, তারা জানেন যে আদৃত সোশ্যাল মিডিয়ায় একেবারেই অ্যাক্টিভ নন, তাই এই ফ্যানপেজদের ছবি বা ভিডিও কোন কিছুই তেমন ভাবে দেখতে পান না এই অভিনেতা, তবুও আদৃত ফ্যানরা এইভাবেই তাদের কাজ চালিয়ে যাবে কারণ তারা তাদের কাজের পরিবর্তে তারা কোনো কিছুই আশা করেন না।
সৌমিতৃষার কিছু ফ্যানরা বলছেন, সৌমিতৃষা সারাদিন শুটিংয়ে খুব ব্যস্ত থাকেন, তারপরও দিনের শেষে তাদের কাজ শেয়ার করেন বা লাইক করেন, তবে কাজের মাঝে কখনোই সব সময় তা সম্ভব হয়না, তাই এইভাবে সৌমিতৃষা কে ভুল বোঝা এবং তাকে নিয়ে ভুল বোঝানো একেবারেই উচিত না। সৌমিতৃষার নিজের এই ঘটনা খারাপ লেগেছে, তিনি নিজেও শেয়ার করেছেন তার ফ্যানদের এই কথাগুলো। সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীদের ব্যস্ততা প্রত্যেক তিনি অত্যন্ত বেশি থাকে, তার মধ্যেও ফ্যানদের জন্য কিছুটা সময় রাখার চেষ্টা করেন তারা, কিন্তু সব সময় তা সম্ভব না হলে অকারণে এইভাবে একজন অভিনেতা অভিনেত্রীকে জাজ করা সত্যি কি কাম্য?