নীলের সঙ্গে ডিভোর্স, জল্পনার মাঝে নিজের ‘জিগর কা টুকরা’কে সামনে আনলেন Trina

0
814

বিনোদন ডেস্ক: টলিউডের জনপ্রিয় জুটি নীল ভট্টাচার্য আর তৃণা সাহা। সোশ্যাল মিডিয়ায় তাঁদের ফ্যান ফলওয়ার্স সংখ্যা আকাশ ছোঁয়া। দুজনেই ছোট পর্দার বেশ পরিচিত মুখ। গত ২০২১-এ সাতপাকে বাঁধা পড়েন তারকাজুটি। ধুমধাম করে শহর কলকাতাতেই বসেছিল বিয়ের আসর। তবে সম্প্রতি বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে তারকা জুটির সম্পর্কে চিড় ধরেছে। সাফল্যতার দিক থেকে তৃণার পাল্লাটাই বেশি ভারী, সেই কারণেই নাকি তৈরি হয়েছে সমস্যা যদিও তারকাদের তরফ থেকে সম্পূর্ণ খবরই নাকচ করা হয়েছে।

এবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে নিজের ‘জিগর কা টুকরা’র ছবি শেয়ার করলেন তৃণা সাহা। মুহূর্তেই অভিনেত্রীর পোস্টে লাইক, শেয়ার, কমেন্টের সংখ্যা আকাশ ছোঁয়া। পোস্টটি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, “Meet my Jigar ka Tukda “CHEENI”। ছবিতে কমেন্ট করেছেন টলিউডের আর এক অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। তবে সবাই লাইক, কমেন্ট করলেও নীল’কে কোনও কিছু করতে দেখা যায়নি।

- Advertisement -

ছবিতে দেখা যাচ্ছে অভিনেত্রীর পোষ্য চিনি’কে জড়িয়ে ধরে আছে তৃণা। খুদেও মায়ের কোলে উঠে বেজায় আনন্দ। নীল নয় আসলে তৃণা’র Jigar ka Tukda এই ছোট্ট পোষ্য। পোস্টের কমেন্টে ঐন্দ্রিলা লিখেছেন, “আমার সব থেকে অধিকার।”