চোখ সারিয়ে ‘ভ্যাকেশন মুডে’ Dev , দেখুন ছবি

0
34
Dev announced the new film

বিনোদন ডেস্ক: বেশ কিছুদিন আগে আসন্ন ছবি ‘বাঘাযতীন’-এর শ্যুটিং করতে গিয়ে গুরুতর চোট পান টলিউড সুপারস্টার দীপক অধিকারী। বাঁ চোখে চোট পেয়েছিলেন অভিনেতা। এর জন্য বেশ কিছুদিন শ্যুটিং বন্ধও রাখা হয় । এবার চোখের চোট সারিয়েই ঘুরতে বেড়িয়ে পড়লেন অভিনেতা।

এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে ছবি পোস্ট করে ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন তিনি। একই সঙ্গে ঘুরতে বেড়িয়েছেন প্রেমিকা রুক্মিণী মৈত্রও। তবে দুজনের কেউই একসঙ্গে কোনও ছবি আপলোড করেননি। তারকা জুটির দুজনেই নিজেদের সিঙ্গেল ছবি আপলোড করলেও তাদের ব্যাকগ্রাউন্ড ভিউ বলছে দুজন এক জায়গাতেই গিয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাদের ছবি। ছবিতে কমেন্ট করে অভিনেতার শারীরিক অবস্থার খোঁজ করেছেন তাঁর ভক্তরা।

- Advertisement -

প্রসঙ্গত কিছুদিন আগে শ্যুটিং করতে গিয়ে পায়ে গুরুতর চোট পেয়েছিলেন রুক্মিণী মৈত্র। খুব শীঘ্রই তাঁকে বিনোদিনী একটি নটীর উপাখ্যান’ছবিতে মুখ্য দেখা যাবে তাঁকে। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে তাঁর ছবির লুক। যা প্রায় সাড়া ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়, কেউ কটুক্তি করেছে আবার কেউ প্রশংসায় ভরিয়ে দিয়েছে। এখন দেখা যাক শেষ অবধি কি হয়।