কলকাতা: অভিনয় জগতের পাশাপাশি সংগীতের জগতে পা রেখেছেন অনেক অভিনেতা এবং অভিনেত্রী। এইবার অভিনয় জগত এর পাশাপাশি সংগীত জগতে পা রাখলেন বাংলার জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। এর আগে বাংলা সিনেমার আরেকজন জনপ্রিয় অভিনেত্রী এবং সাংসদ মিমি চক্রবর্তী সংগীতের জগতে সারা ফেলেছেন তিনটি গান গেয়ে। এইবার সেই পথেই হাঁটলেন বাংলার জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা।
রিয়ালিটি শো ‘সান বাংলা সুপার ফ্যামিলি’ এর জন্য গান গাইলেন তিনি। গানটি লিখেছেন দ্রোণ আচার্য এবং সুর দিয়েছেন সায়ন্তন দাসগুপ্ত। নতুন জগতে পা রেখে প্রিয়াঙ্কা বলেছেন, তিনি এই নতুন রকম কাজ করে অনেক আনন্দ পেয়েছেন এবং তিনি আশা করেছেন দর্শক এবং শ্রোতারাও তাঁর এই নতুন কাজের মাধ্যমে আনন্দ পাবেন।
রাজীব বিশ্বাসের পরিচালনায় সুরিন্দর ফিল্মসের আগামী সিনেমায় দেখা যাবে প্রিয়াঙ্কা কে। আগামী এই সিনেমায় প্রিয়াঙ্কাকে দেখা যাবে টলিউদের আরেক জনপ্রিয় নায়ক যশ দাশগুপ্তের সঙ্গে।