বিনোদন ডেস্ক : প্রত্যেকটা মানুষের জীবনে একটা না একটা ঘটনা থেকে থাকে যার জন্য সারাটা জীবন পশ্চাতে হয়। শুধু তাই নয় আমাদের জীবনকে দেখার দৃষ্টি ভঙ্গিও পালটে যায়। কাছের মানুষ তো বদলে যায়ই, সেই সঙ্গে কেমন যেন আমরা নিজেরাও বদলে যাই। তবে দিনের শেষে যেন মনে হয় যা হয় ভালোর জন্যই। বা হয়ত আমরা এই কথাটা বলেই আমাদের মনকে মানিয়ে নি। সম্প্রতি দিদি নং ওয়ানের মঞ্চে নিজের জীবনের সেই কঠিন সময়ের কথা প্রকাশ্যে আনেন ছোট পর্দার পায়েল দেব (Payel Deb)।
আরও পড়ুন : টিকল না বাবা-মা’র অমতের বিয়ে, বিচ্ছেদের পথে পা বলিউডের এই তারকার
এদিন মা শরমিলা দেবের সঙ্গে জি বাংলার দিদি নং ওয়ানের মঞ্চে এসে হাজির হন অভিনেত্রী। সেখানেই মেয়ের জীবনের অন্ধকার সময়ের কথা প্রকাশ্যে আনেন অভিনেত্রীর মা। একজন মানুষের সঙ্গে ৩-৪ বছর সম্পর্ক ছিল পায়েলের (Payel Deb)। ছেলেটা মেয়ের জন্য যে ঠিক নয় তা প্রথম থেকেই বুঝতে পেরেছেন শর্মিলা দেবী। কিন্তু কোনো কথা কানে তোলেননি পায়েল। মায়ের সঙ্গে তর্ক, ঝামেলা থেকে শুরু করে বাড়িতে ভাঙচুর অবধি করেছিলেন তিনি। অবশেষে সেই মানুষটাই তাঁকে ঠকিয়ে অন্য কারোর হাত ধরে চলে যায়।
আরও পড়ুন :Dadagiri season 9 : জাহ্নবীর সঙ্গে মুখোমুখি লড়াইয়ে বং গাই
সেই কষ্টটা, সেই ব্যাথাটা আজও টাটকা অভিনেত্রীর জীবনে। আজও বুঝে উঠতে পারেননা একজন মানুষকে নিজের সব টুকু দেওয়ার পরও কিভাবে সে ঠকাতে পারে এইভাবে। এদিন দিদি নং ওয়ানে মঞ্চে পুরোনো ঘটনা স্মৃতিচারনে চোখ ভিজে যায় অভিনেত্রীর। তবে এখন তিনি বুঝতে পেরেছেন মা, পরিবার জীবনে কতটা মুল্যবান। সেই মানুষটা আজ আর জীবনে নেই তবে ক্ষতটা আজও টাটকা। ছোট পর্দার বেশ পরিচিত মুখ পায়েল দেব (Payel Deb)। এখনো অবধি মুখ্য ভুমিকায় দেখা পেলেও নেটদুনিয়ায় বেশ সক্রিয় অভিনেত্রী। আপাতত জি বাংলার এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকে উর্মির ননদ মুমু দিদির ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে।