
বিনোদন ডেস্ক: গত অক্টোবরেই মা হয়েছেন টলিউড অভিনেত্রী মোনালিসা পাল। জানা গিয়েছিল, পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। খবর সামনে আসতেই আনন্দে আত্মহারা হয়ে পড়ে অভিনেত্রীর অনুরাগীরা। সদ্যোজাত’কে দেখার অধীর অপেক্ষায় ছিলেন তাঁরা। অবশেষে এদিন ছেলের মুখ সামনে আনলেন টলি-অভিনেত্রী মোনালিসা।
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে ছেলের ছবি পোস্ট করেন অভিনেত্রী। ছবিতে দেখা গিয়েছে ছেলে’কে কোলে নিয়ে আছেন মোনালিসা। ক্যাপশনে লিখেছেন,’Introducing Reyansh!’ সাধ করে ছেলের নাম দিয়েছেন রেয়াংশ। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মোনালিসা পাল। ধারাবাহিকের পাশাপাশি বড় পর্দাতেও কাজ করেছেন তিনি। ‘হাওড়া ব্রিজ’ রিয়ালিটি শো’র মধ্যে দিয়ে প্রথম লাইম লাইট কাড়েন তিনি। ‘কে আপন কে পর’, ‘বোঝে না সে বোঝে না’ একাধিক জনপ্রিয় ধারাবাহিক তাঁর ঝুলিতে। ২০০৯ সালে ‘সাত পাকে বাঁধা’ ছবিতে কোয়েল মল্লিকের বোনের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। আপাতত ছেলে’কে নিয়েই সময় কাটছে তাঁর।
View this post on Instagram
২০১৮ সালে দীর্ঘদিনের বন্ধু-প্রেমিকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন মোনালিসা। পাত্রর নাম বিশ্বজিৎ সরকার। তিনি অভিনয় জগতের সঙ্গে যুক্ত নয়। পেশায় তথ্যপ্রযুক্তিকর্মী বিশ্বজিৎ। অভিনেত্রীকে শেষ দেখা যায় ‘কে আপন কে পর’ ধারাবাহিকে।