বিনোদন ডেস্কঃ গোপন মুহূর্তের ভিডিওর ভয় দেখিয়ে সমরেশকে দিয়ে সমস্ত কাজ করিয়ে নিচ্ছে দেবিনা । আর অন্য দিকে সমরেশ-দেবিনার সম্পর্ক প্রকাশ্যে আনতে মরিয়া বরফি-সহচরী। দেবিনার ফোন হ্যাক করে কি আদেও সমস্ত সত্যি টা প্রকাশ্যে আনতে পারবে সহচরী ! এত সহজে কি দেবিনা হার মানবে তাঁদের কাছে ! টান টান উত্তেজনা স্টার জলসার রাত ৯ টায় আয় তবে সহচরীর পর্দা।
পরবর্তী পর্বে দেখা যাবে দেবিনার অন্য চাল ব্রেন টিউমারের মিথ্যে নাটক করতে দেখা যাবে তাঁকে। তবে এবার সহচরী-বরফি আর একা নয় তাদের সঙ্গে এবার টিপু কেও দেখা যাবে জোট বাঁধতে। এবার দর্শকমহল দেখবে টিপুর নতুন চাল। এখন দেখার, বরফির স্যান্ডো কুমার কি পারবে দেবিনা কে জব্দ করে আসল সত্যি টা সামনে আনতে।
টি আর পি যুদ্ধে সেরা দশেই আছে ‘আয় তবে সহচরী’। তবে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে আয় তবে সহচরীর টি আর পি রেট একটু বেরেছে। গত সপ্তাহে টি আর পি রেট ছিল ৮.১ পয়েন্টে ,সপ্তম।এসপ্তাহে টি আর পি রেট ৮.৬ পয়েন্টে স্থান ষষ্ঠ ।