
বিনোদন ডেস্ক : অভিনেতা প্রযোজক সোহেল খান, তাঁর আরও একটি পরিচয় আছে তিনি বলিউড অভিনেতা সালমান খানের ভাই। একসময় বাবা মা’র অমতে মনের মানুষ সীমা খানের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন অভিনেতা। দুই বাচ্চাকে নিয়ে সুখী সংসার ছিল সোহেল-সীমার। তবে শেষ অবধি টিকল না সম্পর্ক, মাঝ পথেই আলাদা হয়ে গেল সোহেল খান সীমা খান।
আরও পড়ুন : Dadagiri season 9 : জাহ্নবীর সঙ্গে মুখোমুখি লড়াইয়ে বং গাই
খান পরিবারে ফের সম্পর্ক ভাঙন, ২০১৭ সালের আরবাজ খান ও মালাইকা আরোরার পর এবার বিচ্ছেদের মুখে সোহেল-সীমার সম্পর্ক। দীর্ঘ ২৪ বছর পর ভাঙনের পথ বেছে নিল তারকা দম্পতি। এদিন মুম্বইয় ফ্যামিলি কোর্ট থেকে বের হতে ক্যামেরাবন্দি হয় দুজন। বিটাউন সূত্রে খবর, গত শুক্রবার সলমন খানের ভাই সোহেল ও সীমা ডিভোর্স ফাইল করেছেন। ২০১৭ সালে প্রথম বলিউডে কানাঘুষো শোনা যায়, জুটির দাম্পত্যে চিড় ধরেছে! করণ জোহরের শো ‘ দ্য ফ্যাবিউলাস লাইভস অফ বলিউড ওয়াইফস’-এ দেখা যায়, সোহেল আর সীমা আলাদা রয়েছেন। অবশেষে পর্দার পর রিয়েল এই জুটির বিচ্ছেদে শিলমোহর পড়ে।
তবে সূত্রে খবর, সম্পর্ক ভাঙলেও বন্ধুত্ব আজও অটুট সোহেল সীমার মধ্যে। তাঁদের দুই সন্তান ভাগ ভাগ করে বাব মার কাছে থাকবে। ১৯৯৮ সালে বাব-মা’র অমতে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেন তাঁরা। প্রথমদিকে বিয়েটা একেবারেই মেনে নেয়নি সীমার পরিবার, পরে তাঁদের প্রথম সন্তান হওয়ার পরে জামাইকে গ্রহন করেন সীমার পরিবার। অবশেষে দীর্ঘ ২৪ বছর পর অফিসিয়ালি আলাদা হতে চলেছেন সোহেল-সীমা ।