
বিনোদন ডেস্ক : ওটিটি প্লাটফর্ম হহইচই-এ ‘একেন বাবু’ সিরিজ প্রচুর জনপ্রিয়তা পাওয়ার পর এবার রুপোলী পর্দায় আসতে চলেছে ‘The Eken’। চলতি বছরে প্রথম মাসের শেষের দিকে প্রকাশ্যে এসেছিল ছবির প্রথম লুক। ছবির ফার্স্ট লুকেই মন কেড়েছিল দর্শকমহলের। মাঝের বেশ কয়েকদিন বিরতির পর এদিন দোল উৎসবের শুভক্ষনে মুক্তি পেল ছবির টিজার।
এক সাধারণ ব্যক্তির বেশভূষার পিছনে, গোয়েন্দা একেন বাবু। সুজন দাশগুপ্তর রহস্যে ঘেরা গল্পের উপর ভিত্তি করেই তৈরি হয়েছিল ওয়েব সিরিজের এক-একটি সিজন। একদিকে তুখোড় বুদ্ধি, অন্য দিকে হাস্যকৌতুক ‘একেন’কে আলাদা করেছে বাজারের আর পাঁচটা গোয়েন্দার থেকে। তাই তো ‘একেন বাবুর’ অ্যাকশন দৃশ্যেও হেসে ফেলে দর্শকমহল।জয়দীপ মুখার্জী’র পরিচালনায় ‘দ্যা একেন’ ছবিতে কাজ করতে দেখা যাবে অনির্বাণ চক্রবর্তী,দেবাসিস মণ্ডল, সৌমক ব্যানার্জী, দেবপ্রিয় বাগচী, শ্রেয়া সিনহা, ইয়াশ রোশনের মত একাধিক তারকামণ্ডলীদের। মুখ্য চরিত্রে অভিনয় করবেন অনির্বাণ চক্রবর্তী।
Presenting the official teaser of #TheEken !
Sujan DasGupta Joydeep Mukherjee Padmanabha Dasgupta Ramyadip Saha Paayel Sarkar Suhotra Mukhopadhyay Somak Ghosh Debasish Mondal SVFPosted by Anirban Chakrabarti on Thursday, March 17, 2022
এদিন নিজের সোশ্যাল সাইট থেকে ছবির ফার্স্ট টিজার শেয়ার করেন মু্খ্য ভূমিকায় থাকা অনির্বাণ চক্রবর্তী। মুহূর্তেই ছবির লাইক, শেয়ারের সংখ্যা আকাশ ছোঁয়া। ছবির কমেন্ট বক্সে ছবির প্রশংসায় মেতেছেন দর্শকবৃন্দ। খুব শিঘ্রই বড়ো পর্দায় আসতে চলেছে ‘The Eken’।