পূর্বাশা দাস: আজ কিংবদন্তি অভিনেতা প্রয়াত রাজেশ খান্নার জন্মবার্ষিকী। ভারতীয় চলচ্চিত্রের প্রথম সুপারস্টার রাজেশ খান্না ২০১২ সালে পরলোকগমন করেন। কিন্তু আজও অগণিত ভক্তদের মনের মধ্যে রয়ে গিয়েছেন তিনি তাঁর কাজের মাধ্যমে।
আরও পড়ুন: নিজের আসন্ন কাজ নিয়ে মুখ খুললেন নীনা গুপ্তা
বাবা রাজেশ খান্নার জন্মদিনে আবেগঘন কন্যা অভিনেত্রী টুইঙ্কল খান্না। ঘটনাক্রমে বাবা মেয়ে রাজেশ খান্না এবং টুইঙ্কল খান্নার জন্মদিন একই দিনে। নিজের সোশ্যাল হ্যান্ডেলে বাবার সাথে নিজের শৈশবের একটি সাদা কালো ছবি শেয়ার করেছেন ‘মিসেস ফানি বোনস্’ টুইঙ্কল খান্না। তিনি লিখেছেন, “তিনি সব সময় বলতেন যে আমি তাঁর জন্মদিনে পৃথিবীতে এসেছিলাম বলে আমি তাঁর পাওয়া সেরা উপহার।”
টুইঙ্কল খান্না, রাজেশ খান্না ও ডিম্পল কাপাডিয়ার বড় মেয়ে। টুইঙ্কলের ছোট বোন রিঙ্কি খান্না। বিনোদন শিল্পে তাঁর কাজের জন্য তিনি মৃত্যুর পর ২০১৩ সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মভূষণে ভূষিত হন। প্রয়াত কিংবদন্তি অভিনেতা রাজেশ খান্নার ৭৯ তম জন্মবার্ষিকীর প্রাক্কালে প্রযোজক নিখিল দ্বিবেদী মঙ্গলবার রাজেশ খান্নার ভক্তদের একটি বিশেষ উপহার দিয়েছেন। হিন্দি সিনেমার প্রথম সুপারস্টারের বায়োপিক তৈরির কথা ঘোষণা করেছেন নিখিল। বায়োপিক তৈরির জন্য নিখিল দ্বিবেদী গৌতম চিন্তামণির বেস্ট সেলিং বই, ‘ডার্ক স্টার: দ্য লোনলিনেস অফ বিয়িং রাজেশ খান্না’র স্বত্ব কিনেছেন। বায়োপিকটি পরিচালনা করবেন পরিচালক ফারাহ খান। গৌতম চিন্তামণির সঙ্গে ছবির চিত্রনাট্যও লিখবেন ফারহা।