পূর্বাশা দাস: আরিয়ানের পর এবার চর্চায় সুহানা খান। শাহরুখ কন্যাকে নিয়ে ইতিমধ্যেই কানাঘুষা শুরু হয়েছে। নিউ ইয়র্ক ছাড়তে চলেছেন সুহানা। শোনা যাচ্ছে নিউ ইয়র্ক ছেড়ে মন্নতে ফিরছেন শাহরুখ কন্যা।
আরও পড়ুন: Dear Zindagi: ডিয়ার জিন্দেগি’র পাঁচ বছর, আবেগে ভাসলেন আলিয়া
এই জল্পনা উসকে দিয়েছেন সুহানা নিজেই। সম্প্রতি নিজের ইনস্টা হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছেন সুহানা। সেই ছবিতেই সুহানা নিউ ইয়র্ক ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। তবে ছবিতে কোনও ক্যাপশন ব্যবহার করেননি সুহানা। শুধু ভগ্নহৃদয়ের ইমোজি ব্যবহার করেছেন। কিন্তু কী এমন ছিল সেই ছবিতে যা ঘিরে এত জল্পনা? সাদাকালো সেই ছবিতে একটি ট্রাকে লেখা রয়েছে, “চিন্তার কিছু নেই। তুমি যদি নিউ ইয়র্ক ছেড়ে চলে যাও, তাও সব সময় তুমি নিউ ইয়র্কবাসীই থাকবে।” এই লেখা এবং ছবি ঘিরেই সুহানার ঘরে ফেরার প্রসঙ্গ জোরালো হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য সুহানা খান ২০১৯ সালে নিউ ইয়র্ক পাড়ি দেন। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক বিশ্ব বিদ্যালয়ের অন্তর্গত Tisch School of the Arts এ পড়াশোনা করছিলেন সুহানা। নিউ ইয়র্কের জীবনযাত্রার বিভিন্ন ছবি মাঝেমধ্যে নিজের ইনস্টা হ্যান্ডলে শেয়ার করতেন সুহানা। নিউ ইয়র্ক যাওয়ার আগে সুহানা ইংল্যান্ডের (Ardingly College) কলেজে পড়াশোনা করেছেন।