পূর্বাশা দাস: আজ বাঙালির আবেগের জন্মদিন। বাঙালির উত্তম পুরুষের জন্মদিন। আজ মহানায়ক উত্তম কুমারের জন্মদিন। আর জাতীয় পুরস্কার জয়ী পরিচালক সৃজিত মুখোপাধ্যায় তাঁর আসন্ন কাজের আভাস দেওয়ার জন্য বেছে নিয়েছেন মহানায়কের জন্মদিনটিকেই।
মহানায়ক এর জন্মদিনে অর্থাৎ ৩রা সেপ্টেম্বর রাত বারোটার পরেই সৃজিত নিজের সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে তাঁর আগামী কাজের খবর ভাগ করে নিয়েছেন। যদিও এর পেছনে যথেষ্ট কারণ রয়েছে। সৃজিত মুখোপাধ্যায় এবার উত্তম কুমারকে নিয়ে ছবি বানাতে চলেছেন। ছবির নাম ‘অতি উত্তম’। গোটা ছবি জুড়েই মহানায়ক।
মৃত্যুর চার দশক পেরিয়ে যাওয়ার পর সৃজিতের হাত ধরে ফের পর্দায় ফিরছেন মহানায়ক উত্তম কুমার! কিন্তু তা কীভাবে সম্ভব? এখানেই রয়েছে ট্যুইস্ট। গত চার বছরের নিরলস পরিশ্রম, অসংখ্য গবেষণা, অসামান্য প্রযুক্তি, ভিএফএক্স এর খুঁটিনাটি পেরিয়ে তৈরি হতে চলেছে ‘অতি উত্তম’।
সৃজিত তাঁর সোশ্যাল হ্যান্ডেলের ‘অতি উত্তম’ এর পোস্টার শেয়ার করে লিখেছেন, “গত চার বছর ধরে উত্তম কুমারের ৬২ টা ছবি দেখার পর অক্লান্ত গবেষণার শেষে একটা স্বপ্ন সত্যি হতে চলেছে। এই স্বপ্ন সত্যি করার জন্য সরু গলি থেকে ধুলোমাখা অফিসে ঘুরতে হয়েছে। স্বত্ত্ব কেনার জন্য অনেক ক্ষেত্রে স্বত্ত্বাধিকারীদের সঙ্গে মতপার্থক্য হয়েছে, ভিএফএক্স বিশেষজ্ঞদের সঙ্গে একাধিকবার আলোচনার পরে অবশেষে স্বপ্নটা সত্যি হতে চলেছে।” এই লেখার মধ্যেই মহানায়ককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সৃজিত। তিনি লিখেছেন, “শুভ জন্মদিন। আপনি আছেন। আর এটাই যথেষ্ট।”
সৃজিত মুখোপাধ্যায়ের উত্তম অনুরাগে পরিচয় এর আগেও পাওয়া গিয়েছে। সৃজিতের প্রথম ছবি ‘অটোগ্রাফ’এ উত্তম কুমার অভিনীত ছবি ‘নায়ক’ এর প্রভাব যথেষ্ট। এছাড়াও উত্তম কুমার অভিনীত কালজয়ী বাংলা ছবি ‘অ্যান্টনি ফিরিঙ্গি’ থেকে অনুপ্রাণিত হয়ে সৃজিত মুখোপাধ্যায় তৈরি করেছিলেন ‘জাতিস্মর’।
আরও পড়ুন: সিনেমার সমাবর্তনের মঞ্চে ঋতু-স্মরণ, কেক কাটলেন প্রসেনজিৎ-সুদীপ্তা
অতি উত্তম এর পোস্টারটিও হালফিলের নয়া পোস্টারের মতো নয়। সেখানেও রয়েছে পুরনো দিনের ছোঁয়া। ছবিতে অভিনয় করছেন এক ঝাঁক নতুন প্রজন্মের অভিনেতা। সর্বোপরি এই ছবিতে অভিনয় করছেন উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায়। এছাড়াও রয়েছেন অনিন্দ্য সেনগুপ্ত, রোশনি ভট্টাচার্য প্রমুখ। ক্যামেলিয়া প্রোডাকসন্স প্রাইভেট লিমিটেডের ব্যানারে ছায়াবানী প্রাইভেট লিমিটেড এবং ম্যাচকাট প্রোডাকসন্স প্রাইভেট লিমিটেডের সহ প্রযোজনায় তৈরি হচ্ছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত নতুন বাংলা ছবি ‘অতি উত্তম’। এই ছবি নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে। অনেকেই আশাবাদী এক অন্যরকম ছবি উপহার দিতে চলেছেন সৃজিত।