পূর্বাশা দাস: পথ কুকুরদের প্রতি শ্রীলেখার ভালোবাসা এর আগেও নেটিজেনদের মন জয় করে নিয়েছিল। কিন্তু এবার শ্রীলেখাকে আবার কুর্নিশ করেছেন নেটিজেনরা। তৃতীয় লিঙ্গের প্রতিনিধিদের প্রতি শ্রীলেখার সম্মান দেখে অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ নেট পাড়ার বাসিন্দারা।
শ্রীলেখা মিত্র বরাবর ব্যতিক্রমী তাঁর মননে, তাঁর চিন্তাভাবনায়। এহেন ব্যতিক্রমী শ্রীলেখা সামাজিক মাধ্যমে তুমুল জনপ্রিয়। আজ তাঁর সোশ্যাল হ্যান্ডেলে শ্রীলেখা একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে গাড়ির ভিতর বসে থাকা অভিনেত্রীর সঙ্গে একজন তৃতীয় লিঙ্গের প্রতিনিধিকে দেখা যাচ্ছে। ছবি পোস্ট করে শ্রীলেখা লেখেন, “গতকাল ডেটে যাওয়ার সময় ছবিটা তোলা। এই মানুষগুলো আমার খুব পছন্দের। কোনও কোনও সময় উনারা আমাকে চিনতে পেরে এগিয়ে আসেন এবং আমার লিপস্টিকের শেডের প্রশংসা করেন। এগুলো ভালো থাকার রসদ। এগুলো আমাকে ভালো রাখে। এর মাধ্যমে কিছু পজিটিভিটি এবং ভালোবাসা ছড়িয়ে পড়ে।” এবারও ফের অন্য ধরার চিন্তা ভাবনায় সকলের মন জিতে নিলেন তিনি।
সদ্য রেড ভলেন্টিয়ার্স শশাঙ্কের সঙ্গে ডেটিংয়ে গিয়েছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। শ্রীলেখার এই ডেটিং খবর নেট পাড়ায় ভাইরাল। কিন্তু এই ডেটিং আর পাঁচটা সাধারণ ডেটিংয়ের থেকে আলাদা। এর অন্য গুরুত্ব রয়েছে। পথ কুকুর দের প্রতি ভালোবাসা থেকেই ডেটিংয়ে যাওয়ার আগে শ্রীলেখা শর্ত দিয়েছিলেন পথ কুকুরদের দত্তক নিলেই তিনি ডেটিংয়ে যেতে রাজি। যেমন কথা তেমন কাজ। কথা রেখেছেন শ্রীলেখা মিত্র।
আরও পড়ুন: খাস খবর এক্সক্লুসিভ: আগুনপাখি নচিকেতার ‘ছদ্মবেশী’ উড়ান…
সোশ্যাল মিডিয়ায় ভীষণরকম অ্যাক্টিভ শ্রীলেখা ডেটে যাওয়ার জন্য কী রকম পোশাক পরা উচিত সে বিষয়ে নিজের সোশ্যাল হ্যান্ডেলে জানতে চেয়েছিলেন। বিভিন্ন পরামর্শে উপচে পড়েছিল তাঁর কমেন্ট বক্স। শেষমেষ সাদা টপ আর ব্লু জিন্স পরেই শশাঙ্কের সঙ্গে ম্যাচিং পোশাকে ডেটিংয়ে গিয়েছিলেন শ্রীলেখা।