পূর্বাশা দাস: কোভিড অতিমারীতে গত বছর থেকে নিজের বিভিন্ন মানবিক কাজের জন্য কার্যত ‘মসিহা’ হয়ে উঠেছেন সোনু সুদ। যখনই তিনি মানুষের বিপদ দেখেছেন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। কেউ সোশ্যাল হ্যান্ডেলে নিজের সমস্যার কথা তাঁকে জানালে তৎক্ষণাৎ ঝাঁপিয়ে পড়ে সাহায্য করেছেন সোনু। সাইকেল ব্যাগ ভরতি ডিম পাউরুটি নিয়ে দেখা মিলল সোনু সুদের। তাহলে কী ডিম পাউরুটি বিক্রি করতে শুরু করেছেন পর্দার খলনায়ক?
শুনতে অবাক লাগলেও সাইকেল, ডিম-পাউরুটির ব্যাপারটি সত্যি! অন্তত সোনুর পোস্ট করা একটি ভিডিও সেরকমই ইঙ্গিত দিচ্ছে। নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে মজার ছলে সোনু লিখেছেন, “১০ টি ডিমের সঙ্গে একটি পাউরুটি পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে। সঙ্গে বিনামূল্যে হোম ডেলিভারির ব্যবস্থাও থাকবে।” অতিমারীর কারণে শপিং মল বন্ধ থাকার জন্য নিজেই এবার প্রয়োজনীয় দ্রব্যের সংস্থান করছেন সোনু। মজা করে নিজেকে ‘সুপার মার্কেট’ বলে দাবিও করেছেন অভিনেতা।
গত এক বছরের বেশি সময় ধরে করোনা অতিমারীতে একের পর মানবিক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছেন বলি অভিনেতা সোনু। কখনও তিনি পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর দায়িত্ব নিয়েছেন, কখনও দুঃস্থ-গরিব মানুষের মুখে খাবার তুলে দিয়েছেন, আবার কখনও করোনা চিকিৎসার জন্য অক্সিজেন সহ প্রয়োজনীয় ওষুধপত্রেরর ব্যবস্থা করেছেন।
দেশজুড়ে তাঁর অগণিত ভক্তকূল তাঁকে নিয়ে গর্বিত। দিন কয়েক আগে অভিনেতার একজন অনুরাগী অবাক করে দিয়েছিলেন স্বয়ং সোনুকে। সুদূর হায়দ্রাবাদ থেকে খালি পায়ে হেঁটে মুম্বই এসেছিলেন ভেঙ্কটেশ নামের এক যুবক। কার্যত অভিনেতা থেকে জননেতা হয়ে উঠেছেন সোনু সুদ।