একদিন যে ছবি ডাস্টবিনে ফেলে আজ সেই সোনুকে ম্যাগাজিনের কভার

0
55

মুম্বই: সময় বহিয়া যায় নদীর স্রোতের প্রায়। এই কথাটি সোনু সুদের সাথে একেবারে প্রযোজ্য। একটা সময়েই এই সোনুকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। আজ তারাই মাথার মুকুট করে রেখে দিল। এটাই কি কালের নিয়ম?

একটা সময় সোনুর ছবি জায়গা করে নিয়েছিল ডাস্টবিনে। হ্যাঁ, বলিউডের এক জনপ্রিয় ম্যাগাজিন সংস্থায় নিজের ছবি পাঠিয়েছিলেন সোনু। কারণ তিনি অভিনয়ের পাশাপাশি মডেলিং করতেন। তাই তাকে নানান ম্যাগাজিনে ছবি দিতেই হত। সেইসময় তিনি নিজের ছবি দেন, কিন্তু ওটি সেই সময় বাতিল হয়ে যায়। আর আজ তারাই সোনুকে নিজের ম্যগাজিনের কভার পেজে মধ্যমনি করে রাখলেন।

- Advertisement -

সম্প্রতি সোনু নিজে সেই ম্যাগাজিনের কভারে নিজের ছবি টুইট করে সোনু আবেগপ্রবণ হয়ে লিখলেন, ‘একটা সময় পাঞ্জাবে স্টারডাস্ট ম্যাগাজিনের অডিশনের জন্য আমি আমার ছবি পাঠিয়েছিলাম। কিন্তু আমাকে বাতিল করে দেওয়া হয়। আজ স্টারডাস্টের এত সুন্দর কভারের জন্য ধন্যবাদ। আমি কৃতজ্ঞ।’ এরপর সোনুর অনুগামীরা অভিনেতাকে ভালোবাসা জানান।

সেই সময় এই হীরেকে চিহ্নিত করতে না পারলেও এখন এই ম্যাগাজিন সংস্থার সাথে গোটা ভারতবাসী চিনেছে। এখন সোনু রিল নয় বাস্তব জীবনের হিরো। বহু করোনা রোগীর পাশে দাঁড়ানো থেকে শুরু করে, অক্সিজেনের ব্যাবস্থা করা, গরীব বাচ্চাদের পড়াশুনোর জন্য মোবাইল, ট্যাবলেটের ব্যাবস্থা করেন, যাদের কাজ দরকার তাদের কাজ দিয়েছেন সোনু। গরীব মানুষের মাসীহা হলেন সোনু সুদ।