বিনোদন ডেস্ক: করোনা আবহে একের পর এক খারাপ খবর। এবার প্রয়াত হলেন গায়ক শানের মা সোনালী মুখোপাধ্যায়। গায়ক শান জনপ্রিয় হলেও অনেকেরই অজানা তার মায়ের পরিচয়। ৭০ -এর দশক থেকে ২০০০ সাল পর্যন্ত বিভিন্ন ছবিতে কোরাসে গান গেয়েছিলেন সোনালী দেবী। মায়ের থেকেই গান শিখেছিলেন সোনালী। মায়ের অনুপ্রেরণায় চাকরি না করে গানকে পেশা হিসেব বেছে নিয়েছিলেন তিনি।
বাবা মানস মুখোপাধ্যায়কে অনেক ছোটবেলায় হারিয়েছিলেন শান ও তার বোন। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় মায়ের মৃত্যু সংবাদ জানিয়েছেন শান নিজেই। বছরের শুরুতেই খারাপ খবর শোকের ছায়া মুখোপাধ্যায় পরিবারে। অন্যদিকে এই খারাপ খবর পেয়ে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন গায়ক কৈলাস খের।
আরও পড়ুন: প্রয়াত সঙ্গীতশিল্পী গোরা সর্বাধিকারী, শোকের ছায়া সঙ্গীত মহলে
View this post on Instagram
তিনি লিখেছেন, “বড় ভাই শানের মায়ের দেহবসান। ঈশ্বরের কাছে ওঁর আত্মার শান্তি কামনা করি। তিন ভুবনের অধিপতি শিবের কাছে প্রার্থনা করি, যাতে শান এবং তাঁর পরিবার যেন এই দুঃসহ যন্ত্রণা সহ্য করার ক্ষমতা পায়।”