বিয়ের পর প্রথমবার একসঙ্গে Sidharth-Kiara, অন্য রূপে ধরা দিলেন নববধূ

0
93

বিনোদন ডেস্ক: রাত পোহালেই রিসেপশন, প্রাইভেট জেটে করে রাজস্থান ছাড়লেন নবদম্পতি সিদ্ধার্থ মলহোত্রা-কিয়ারা আডবানি। এদিন বিয়ের পর প্রথমবার জয়সলমীর এয়ারপোর্টে ক্যামেরাবন্দি হন নব দম্পতি। জয়সলমীর থেকে সোজা দিল্লিতে সিদ্ধার্থের বাড়িতে উড়ে যাবেন কিয়ারা। শ্বশুর বাড়িতে পৌঁছে গৃহপ্রবেশ করবেন নববধূ।

বিয়ের পর বধূ বেশ ছেড়ে অন্য রূপে দেখা মিলল কিয়ারার। পরণে ব্ল্যাক ট্র্যাক স্যুট প্যান্ট-টি’শার্ট, চোখে রোদ চশমা, মাথায় সিঁদুর, হাতে চূড়া নতুন রূপে ধরা দিলেন নববধূ। সিদ্ধার্থ এর পরণে দেখা গিয়েছে হোয়াইট টি-শার্ট, লেদারের জ্যাকেট, আর ডেনিম। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তারকা জুটির ছবি।

- Advertisement -

জানা গিয়েছিল, দিল্লি আর মুম্বই দুই দফায় রিসেপশন সারবেন সিড-কিয়ারা। একটিতে সিদ্ধার্থের বাড়ির লোকজন থাকেবন, আর অন্যটিতে ইন্ডাস্ট্রির স্বনামধন্য কিছু ব্যক্তিরা থাকবেন। বিয়ের পর জুহুতে সমুদ্র সংলগ্ন একটি বাংলোয় থাকবেন সিদ্ধার্থ মলহোত্রা-কিয়ারা আডবানি। বান্দ্রার বাসস্থানের থেকে বড় একটি জায়গার সন্ধানে রয়েছেন তাঁরা। আরবিয়ান সমুদ্র দেখা যাবে এরকম বাসভবন চাইছেন এই জুটি। জানা যাচ্ছে, ৭০ কোটি টাকার একটি বাসস্থানে দুজনে থাকতে চলেছেন।