বিনোদন ডেস্ক: সঙ্গীতপ্রেমীদের কাছে অরিজিৎ-এর গান মানেই আবেগের জায়গা। শুধুমাত্র সিনেমায় নয় তাঁর পাশাপাশি দেশ বিদেশেও চলে বিভিন্ন কনসার্ট। তবে এবার সেই আবেগেই পড়ল বাঁধা। অসুস্থ অরিজিৎ (Arijit Singh)। শারীরিক অসুস্থতার কারণেই বেশ কিছুদিন বন্ধ রাখছেন তাঁর কনসার্টগুলি (Concerts)। সমাজ মাধ্যমে ভক্তদের নিজেই তাঁর এই অসুস্থতার কথা জানান।
অরিজিতের সিং-এর গোটা আগস্ট মাস জুড়ে ব্রিটেনের বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করার কথা ছিল। তবে শরীর অসুস্থ থাকার জন্য তিনি এই কনসার্টগুলি আপাতত স্থগিত রাখছেন। জানা গিয়েছে অরিজিতের শো-গুলি লন্ডন (London), বার্মিংহাম (Birmingham), ম্যানচেস্টার (Manchester) ইত্যাদি জায়গায় হওয়ার কথা ছিল। কিন্তু তিনি শোগুলি বাতিল করায় সেইগুলি হবে সেপ্টেম্বরের ১৫ থেকে ২২ তারিখের মধ্যে। নিজের সমাজ মাধ্যমে অরিজিৎ সিংহ (Arijit Singh) বলেন, “সবাইকে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, শারীরিক অসুস্থতার কারণে আগস্টের সমস্ত শো (Show) পিছিয়ে দিতে হচ্ছে। আমি জানি, আপনারা সবাই এই শোগুলির জন্য অপেক্ষারত ছিলেন। কিন্তু, আমি ক্ষমা চাইছি এর জন্য। আপনাদের ভালবাসা এবং সমর্থনই আমার একমাত্র শক্তি। এই থমকে যাওয়া থেকে নতুন এক প্রতিজ্ঞা নিচ্ছি, এর পর আমাদের সাক্ষাৎ স্মরণীয় হবে।’’
এরপরই তিনি সমাজ মাধ্যমে বলেন, ‘‘আমার পরিস্থিতি বোঝার জন্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে আবারও দারুণ সব স্মরণীয় মুহূর্ত তৈরি করার জন্য আমি উদগ্রীব হয়ে আছি।’’ তবে সমাজ মাধ্যমে অরিজিৎ সিং (Arijit Singh)-এর এই পোস্ট দেখে সুর যেন কেটে গেল অরিজিৎ প্রেমীদের। যাই হয়ে থাকুক না কেন অনুরাগীরা চাইছেন তাঁদের প্রিয় গায়ক দ্রুত সুস্থ হয়ে মঞ্চে ফিরুক।