
বিনোদন ডেস্ক : দীর্ঘ সতেরো বছর পর ফের ক্রিকেটারের ভূমিকায় শ্রেয়স তলপড়ে। সতেরো বছর আগে ‘ইকবাল’ ছবিতে ক্রিকেটারের ভূমিকায় দেখা যায় তাঁকে। এবারও ফের ক্রিকেটার হয়ে বড় পর্দায় ফিরছেন বলি অভিনেতা স্রেয়শ তলপড়ে। ইতিমধ্যে ছবির পোস্টার মুক্তি পেয়েছে। আগামী ১লা এপ্রিল জনপ্রিয় ওটিটি প্লার্টফর্ম ডিসনি প্লাস হটস্টারে মুক্তি পাবে এছবি।
আরও পড়ুন : এবারেও ‘সা রে গা মা পা’র ট্রফি জেতা হল না Singdhajit-Ananya’র
ছবির নাম ‘কৌন প্রবীণ তাম্বে’ (Kaun Pravin Tambe)। ভারতীয় ক্রিকেটার প্রবীণ বিজয় তাম্বের বায়োপিকে তৈরি এছবি। পরিচালক জয়প্রদের ‘কৌন প্রবীণ তাম্বে’ এছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে শ্রেয়স তলপড়েকে। এছাড়া এছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলবে আশীষ বিদ্যার্থী, পরমব্রত চট্টোপাধ্যায়, অঞ্জলী পাতিলকে।১৯৭১ সালে মহারাষ্ট্রে জন্মগ্রহন করেন প্রবীণ বিজয় তাম্বে। তিনি একজন ভারতীয় ক্রিকেটার, ৪১ বছর বয়সে তাঁর IPL-এ অভিষেক হয়। কিন্তু মজার বিষয় তিনি কখনো নিজের শহরের হয়ে খেলেননি।
View this post on Instagram
View this post on Instagram
নিজের বায়োপিক সম্পর্কে প্রবীণ বিজয় তাম্বে বলেছেন, “আমি অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি নিজেকে যে আমার জীবনের গল্প অনেককে প্রেরণা দিয়েছে। আর যা নিয়ে ছবি তৈরি হচ্ছে। আমি শুধু চাই এভাবেই আরও অনেক মানুষ প্রেরণা পান আর নিজের নিজের স্বপ্ন পূরণ করুন। কখনও কোনো পরিস্থিতিতেই যেন নিজের স্বপ্নকে অবমূল্যায়ন করবেন না। আমার পরিবারের সদস্যরা এবং প্রিয়জনেরা পর্দায় আমার গল্প দেখার জন্য মুখিয়ে রয়েছেন।” ছবি প্রসঙ্গে ক্রিকেটার শ্রেয়স তলপড়ে বলেছেন, “পর্দায় প্রবীণ তাম্বেকে ফুটিয়ে তুলতে পারা আমার কাছে অত্যন্ত গর্বের। যে গল্প আমাকে শোনানো হয়েছে, তা পর্দায় ফুটিয়ে তুলতে পারা আমার কাছে সারাজীবনের সেরা সুযোগ। ছবির প্রতিটা মুহূর্ত শুধু উপভোগ নয় প্রতিটা মুহূর্ত আমি ভালবেসেছি। পরিচালক সহ বুটরুম স্পোর্টস এবং ফক্স স্টার স্টুডিওজের কাছে আমি এর জন্য সারাজীবন কৃতজ্ঞ থাকব।”