অর্পিতা দাস: গায়িকা শ্রেয়া ঘোষাল এবং স্বামী শিলাদিত্যর জীবনে আসতে চলেছে নতুন মানুষ, মা হচ্ছেন শ্রেয়া। ইতিমধ্যেই ভেবে ফেলেছেন হবু সন্তানের নামও।
কিছুদিন আগেই গায়িকা নীতি মোহান নিজেদের বিবাহবার্ষিকীতে জানিয়েছিলেন তাঁর মা হওয়ার কথা। আজ নিজের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শ্রেয়া জানালেন এই সুখবর। ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি শ্রেয়া বিয়ে করেন তাঁর ছোটবেলার বন্ধু শিলাদিত্য মুখোপাধ্যায়কে।
দুজনেই ভালোবাসেন ঘুরতে বিভিন্ন ধরনের খাবার খেতে। একমাস আগেই কাটিয়েছেন তাঁদের ষষ্ঠ বিবাহবার্ষিকী। বৃহস্পতিবার শ্রেয়া জানালেন এই দারুণ খবর। সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি দিয়ে শ্রেয়া লিখেছেন, তাঁদের হবু সন্তান পৃথিবীতে আসতে চলেছে খুব শিগগিরই।
মা হওয়ার অভিজ্ঞতা প্রত্যেক মুহূর্তে দারুণ উপভোগ করছেন এই গায়িকা। জীবনের নতুন অধ্যায় শুরু করার শুভারম্ভে সকলের আশীর্বাদ চেয়েছেন বলিউড-হলিউডের জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। শিলাদিত্য মুখোপাধ্যায়ও নিজে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এই ছবিটি।
এই খবর সকলের সাথে শেয়ার করতে পেরে তিনি অত্যন্ত উচ্ছ্বসিত। শ্রেয়ার এই পোস্টে কমেন্ট করে শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির অসংখ্য মানুষ। শান্তনু মৈত্র, বিশাল দাদলানি, শক্তি মোহান, সোফি চৌধুরী সহ শ্রেয়ার বহু কাছের মানুষেরা শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে।
শ্রেয়া এবং স্বামী শিলাদিত্যর নাম মিলিয়ে হবু সন্তানের নাম তাঁরা রেখেছেন শ্রেয়াদিত্য। শ্রেয়া ও শিলাদিত্যর এই নতুন সফর আগের মতোই সুরেলা হোক, টিম খাসখবরে পক্ষ থেকে রইল শুভেচ্ছা।