অর্পিতা দাস: কেরিয়ারের শুরুতেই সফলতা পেলেও ৯ মাস কর্মহীন থেকে জীবনের সবচেয়ে কঠিন সময় কাটিয়েছেন অভিনেত্রী শার্লি মোদক। স্টার জলসার ভাগ্যলক্ষী ধারাবাহিকের ভাগ্যশ্রী অর্থাৎ শার্লি নিজেই জানালেন সেই কথা।
কালার্স বাংলায় চিরদিনই আমি যে তোমার ধারাবাহিকের মাধ্যমেই প্রথম অভিনয় জগতে পা দেওয়া, এই ধারাবাহিক শেষ হওয়ার কয়েক দিনের মধ্যেই স্টার জলসার ভাগ্যলক্ষী ধারাবাহিকের ভাগ্যশ্রী চরিত্রে দর্শকরা পেয়েছেন শার্লিকে, সেখানেও মন জয় করেছেন দর্শকদের। তবে এই ধারাবাহিক শেষ হওয়ার পর থেকে আর কোথাও দেখা যায়নি শার্লিকে। কাজ করার সুযোগ বা ইচ্ছে থাকলেও বাড়িতে বসে থাকতে হয়েছে এই সুঅভিনেত্রী কে। প্রায় ১ বছর ডিপ্রেশন, নিদ্রাহীন রাত কাটাতে হয়েছে তাকে। আস্তে আস্তে ইন্ডাস্ট্রির বন্ধুদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছেন শার্লি, কারণ সকলে তাদের নতুন কাজ নিয়ে কথা বললেও শার্লি তা বলতে পারতেন না, এই ৯ মাসে একাধিক কাজের অফার এলেও তা করতে পারেননি তিনি।
তার কারণ যদিও সরাসরি বলতে চাননি অভিনেত্রী কারণ শার্লির কথায় এই ইন্ডাস্ট্রিতে থেকেই তাকে কাজ করতে হবে, তাই ইচ্ছে থাকলেও কোনো উপায় নেই, মুখ বন্ধ রাখতেই হবে তাকে। তবে জীবনের এই খারাপ সময়ে শার্লি পাশে পেয়েছেন তার কাছের মানুষ মৃত্যুঞ্জয় কে, মৃত্যুঞ্জয় এই সময় শার্লির পাশে না থাকলে তিনি কি করতেন, তা নিজেও জানেন না অভিনেত্রী। একাধিক জনপ্রিয় ধারাবাহিক এর অফার ছাড়তে বাধ্য হয়েছেন তিনি। এরকম সময় অনেকের জীবনেই আসে, হাল ছেড়ে দেন বহু মানুষ। কিন্তু শার্লি তা করেননি, চুপচাপ সবকিছু সহ্য করলেও তিনি নিজের অভিনয় দক্ষতার ওপর ভরসা রেখেছেন। নানান মোটিভেশনাল ভিডিও দেখে মন ভালো রাখার চেষ্টা করেছেন। কারণ অভিনয় ছাড়ার কথা তিনি কখনোই ভাবতে পারেন নি এবং পারবেনও না।
নিজের মনের সঙ্গে প্রতিদিন প্রতিনিয়ত লড়াই চালিয়ে গেছেন শার্লি, নিজেকে জোর করে বুঝিয়ে ভালো রাখার চেষ্টা করেছেন তিনি- এতদিনে এইসব কথা নিজে মুখেই জানিয়েছেন শার্লি। প্রায় সকলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে একা থাকতে শুরু করেন শার্লি,তবে খারাপ সময়ের পরে ভালো সময় ঠিকই আসে। আর হয়তো এত দিনে এই খারাপ সময় কাটিয়ে উঠেছেন শার্লি। সব খারাপ এর মাঝেও তাই শার্লি জানালেন, খুব শিগগিরই হয়তো তিনি সুখবর দিতে পারেন। ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও অভিনয় করার কথা চলছে শার্লির। তবে এখনো নিশ্চিত কিছু হয় নি। তবে এতদিনে শার্লির অনুরাগীদের জন্য দারুন সুখবর, নিজের আত্মবিশ্বাস বাড়িয়ে আবার কাজে ফেরার পথে অভিনেত্রী শার্লি মোদক।