
বিনোদন ডেস্ক : গতকালই মুক্তি পেয়েছে বলি অভিনেতা রণবীর কাপুর অভিনীত বহু প্রতীক্ষিত ছবি শামশের-এর টিজার। ছবিতে ডাকাতের ভূমিকায় দেখা যাবে ঋষি পুত্রকে। এই প্রথমবার চকলেট বয় ইমেজ ছেড়ে বোল্ড অবতারে দেখা মিলল অভিনেতার। রণবীরের লুক প্রকাশ্যে আসতেই সাড়া পরে গিয়েছিল নেটদুনিয়ায়। এবার প্রকাশ্যে এল বানী কাপুরের সোনা লুক।
আরও পড়ুন : ‘মন্দার’কে নিয়ে ওটিটি-তে Swastika Dutta
১ মিনিট ১২ সেকেন্ডের টিজারে অভিনেত্রীকে দেখা না গেলেও ছবির ফার্স্ট লুক ব্যপক প্রশংসা কুড়িয়েছে। ছবি লাল-সোনালী রঙের পোশাকে দেখা মিলেছে বানীর। ছবিতে তাঁর চরিত্রের নাম সোনা, একজন ভ্রমণ পিপাষু ব্যেক্তি। ১৮ দশকে একজন মহিলা হয়ে তিনি সারা বিস্ব ঘুরতে ভালোবাসেন। চরিত্র সম্পর্কে বানী বলেন, ‘সোনা খুব আত্মবিশ্বাসী কিন্তু খুব ইমোশনাল।’
View this post on Instagram
আরও পড়ুন : পরিচালক Tarun Majumdar-কে দেখতে SSKM-এ মুখ্যমন্ত্রী
আগামী ২৪ জুন ছবির ট্রেলার লঞ্চ,২২ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে । ছবিতে খল নায়কের ভূমিকায় দেখা যাবে সঞ্জয় দত্তকে। ছবিটি ১৮০০ দশকের একটি ডাকাত উপজাতিদের উপর তৈরি। এই উপজাতি ব্রিটিশদের কাছ থেকে তাদের অধিকার এবং স্বাধীনতার জন্য লড়াই করছে। ছবিতে ডাকাতি নয় দুর্দান্ত বীরত্বের গল্প আছে। এছবির জন্য ২০ কোটি টাকা পারিশ্রমিক নেন অভিনেতা রণবীর কাপুর।