মুম্বই: বলিউডে ছবির সিক্যুয়েল তো প্রচুর হয়েছে৷ এবার বলিউড বাদশা শাহরুখ খানের হাত ধরে প্রিক্যুয়ল তৈরি হতে চলেছে৷
শাহরুখ খানের প্রযোজনা সংস্থা ‘রেড চিলিস’এর অধীনে ‘বব বিশ্বাস’ ছবির শ্যুটিং শুরু হয়েছে৷ প্রথম দিনের শ্যুটিংয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিষেক বচ্চন৷ এই ছবির প্রধান চরিত্রে তিনিই রয়েছেন৷ ছবির ক্যাপশন দিয়েছেন, ‘‘লাইট, ক্যামেরা৷ নমস্কার৷’’ বব কাট হেয়ারস্টাইল এবং চোখে মোটা ফ্রেমের চশমা- ছবিতে শুধু এইটুকু ঝলকেই দেখা গিয়েছে অভিষেককে৷
বব বিশ্বাস নামটি সিনেপ্রেমীদের কাছে বেশ পরিচিত৷ সুজয় ঘোষের ‘কহানি’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রের নাম ছিল বব বিশ্বাস৷ এই চরিত্রে অভিনয় করেছিলেন শাশ্বত মুখোপাধ্যায়৷ চরিত্রটি ছিল সুপারি কিলারের৷ এমন এক নেগেটিভ চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন শাশ্বত মুখোপাধ্যায়৷ সেই বব বিশ্বাসকে বড় পর্দায় ফিরিয়ে আনছেন সুজয় ঘোষের মেয়ে দিব্যা অন্নপূর্ণা ঘোষ৷
ছবিটি কহানির প্রিক্যুয়ল হতে চলেছে৷ তবে নারী চরিত্রে কাকে দেখা যাবে তা ঠিক করা হয়নি৷ কহানির চিত্রনাট্য লেখা হয়েছিল বিদ্যা বালানকে মাথায় রেখে৷ প্রিক্যুয়লে তাঁকে দেখা যাবে কিনা তা জানা যায়নি৷ আর শাশ্বত মুখোপাধ্যায়ের জুতোয় পা গলিয়েছেন অভিষেক৷ এখন দেখার বব বিশ্বাস চরিত্রটির সঙ্গে অভিষেক কতটা জাস্টিফাই করতে পারেন৷