খাসডেস্ক : জ্যোষ্ঠপুত্র সলমন খানকে (SALMAN KHAN) নিয়ে সকাল সকাল প্রাত:ভ্রমণে বেড়িয়ে ছিলেন সেলিম খান। সূত্রের খবর বৃহস্পতিবার তিনি যখন প্রাত:ভ্রমণ সারছিলেন আচমকা স্কুটিতে করে এক পুরুষ ও বরখা পরিহিত এক মহিলা সেলিম খানের সামনে আসেন। লরেন্স বিষ্ণোই এর নাম করে হুমকি দিতে থাকেন। সেলিম খান (SELIM KHAN) সেইসময় একটি বেঞ্চে বসেছিলেন, স্কুটি করে আসা বরখা পরিহিত মহিলা আচমকা তাঁর উদ্দেশে বলে ওঠেন, “আমি কি লরেন্স বিষ্ণোই কে পাঠিয়ে দেব?”
আরও পড়ুন : মুখ্যমন্ত্রী বলছেন, ‘ম্যান মেড বন্যা’, আজও জল ছাড়ছে ডিভিসি
অভিযোগ শোনা মাত্রই তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। চলতি বছরে এপ্রিল মাসে, সলমন খানের বান্দ্রার বাড়ি লক্ষ্য করে দুই আততায়ী গুলি চালায়। তবে এই ঘটনায় কেউ আহত বা কারোর মৃত্যু হয়নি। ঘটনার পর লরেন্স বিষ্ণোই এর ভাই আনমল বিষ্ণোই সমাজমাধ্যমে একটি পোস্ট করে ঘটনার দায় স্বীকার করেন।
আরও পড়ুন: বিতর্কে জড়িয়ে শেষমেষ নিজের নাম ছাঁটতে বাধ্য হয়েছিলেন দিল্লির ভাবী মুখ্যমন্ত্রী অতিশী
হামলাকারী দুই আততায়ীর নাম ছিল ভিকি গুপ্তা ও সাগর পাল। কৃষ্ণসার হরিণ হত্যার ঘটনার পর থেকে লরেন্স বিষ্ণোই এর টার্গেটে রয়েছেন সলমন। ১৯৯৮ সালে হাম সাথ সাথ হ্যায় ছবির শুটিং এর সময় রাজস্থানের কঙ্কনি জঙ্গলে দুটি কৃষ্ণসার হরিন হত্যায় অভিযুক্ত হন। বিষ্ণোই সম্প্রদায় কৃষ্ণসার হরিনকে পবিত্র বলে মনে করে। ২০১৮ সালে কোর্টে উপস্থিত থাকাকালীন লরেন্স সলমন খানকে (SALMAN KHAN) হত্যার হুমকি দিয়েছিলেন। সেইসঙ্গে জানিয়ে ছিলেন কৃষ্ণসার হত্যার ঘটনাটি তাদের সম্প্রদায়কে অপমানিত করেছে।