29 C
Kolkata
Thursday, October 10, 2024
Home বিনোদন লরেন্স বিষ্ণোইয়ের নাম করে এবার সলমান খানের বাবা সেলিম খানকে হুমকি

লরেন্স বিষ্ণোইয়ের নাম করে এবার সলমান খানের বাবা সেলিম খানকে হুমকি

আচমকা স্কুটিতে করে এক পুরুষ ও বরখা পরিহিত এক মহিলা সামনে চলে আসেন

খাসডেস্ক : জ্যোষ্ঠপুত্র সলমন খানকে  (SALMAN KHAN)  নিয়ে সকাল সকাল প্রাত:ভ্রমণে বেড়িয়ে ছিলেন সেলিম খান। সূত্রের খবর বৃহস্পতিবার তিনি যখন প্রাত:ভ্রমণ সারছিলেন আচমকা স্কুটিতে করে এক পুরুষ ও বরখা পরিহিত এক মহিলা সেলিম খানের সামনে আসেন। লরেন্স বিষ্ণোই এর নাম করে হুমকি দিতে থাকেন। সেলিম খান (SELIM KHAN) সেইসময় একটি বেঞ্চে বসেছিলেন, স্কুটি করে আসা বরখা পরিহিত মহিলা আচমকা তাঁর উদ্দেশে বলে ওঠেন, “আমি কি লরেন্স বিষ্ণোই কে পাঠিয়ে দেব?”

- Advertisement -

আরও পড়ুন : মুখ্যমন্ত্রী বলছেন, ‘ম্যান মেড বন্যা’,  আজও জল ছাড়ছে ডিভিসি

অভিযোগ শোনা মাত্রই তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। চলতি বছরে এপ্রিল মাসে, সলমন খানের বান্দ্রার বাড়ি লক্ষ্য করে দুই আততায়ী গুলি চালায়। তবে এই ঘটনায় কেউ আহত বা কারোর মৃত্যু হয়নি। ঘটনার পর লরেন্স বিষ্ণোই এর ভাই আনমল বিষ্ণোই সমাজমাধ্যমে একটি পোস্ট করে ঘটনার দায় স্বীকার করেন।

- Advertisement -

আরও পড়ুন: বিতর্কে জড়িয়ে শেষমেষ নিজের নাম ছাঁটতে বাধ্য হয়েছিলেন দিল্লির ভাবী মুখ্যমন্ত্রী অতিশী

হামলাকারী দুই আততায়ীর নাম ছিল ভিকি গুপ্তা ও সাগর পাল। কৃষ্ণসার হরিণ হত্যার ঘটনার পর থেকে লরেন্স বিষ্ণোই এর টার্গেটে রয়েছেন সলমন। ১৯৯৮ সালে হাম সাথ সাথ হ্যায় ছবির শুটিং এর সময় রাজস্থানের কঙ্কনি জঙ্গলে দুটি কৃষ্ণসার হরিন হত্যায় অভিযুক্ত হন। বিষ্ণোই সম্প্রদায় কৃষ্ণসার হরিনকে পবিত্র বলে মনে করে। ২০১৮ সালে কোর্টে উপস্থিত থাকাকালীন লরেন্স সলমন খানকে (SALMAN KHAN)  হত্যার হুমকি দিয়েছিলেন। সেইসঙ্গে জানিয়ে ছিলেন কৃষ্ণসার হত্যার ঘটনাটি তাদের সম্প্রদায়কে অপমানিত করেছে।

- Advertisement -

সপ্তাহের সবচেয়ে জনপ্রিয় সংবাদ

মুকুটে নয়া পালক, পরের লক্ষ্য ঠিক করে ফেলেছেন ৩৭ বছর বয়সী মেসি

স্পোর্টস ডেস্ক: বছর দুয়েক আগে কাতারে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছেন আর্জেন্টিনাকে। চলতি বছরে টানা দ্বিতীয়বার জিতে নিয়েছেন কোপা আমেরিকা। কিন্তু এরপরও আত্মতুষ্টি বা ক্লান্তির লেশমাত্র...

IND vs BAN: নো লাক নেলসন

শুভম দে: ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের খেলা চলছে গ্রিন পার্কে। প্রথম দিনে কিছুসময় খেলা হলেও, বৃষ্টিতে ভেসে গেছে মাঝের দুদিন। অবশেষে আজ রোদের ওম গায়ে...

নতুন কোচের হাত ধরে ছন্দে ফিরতে মরিয়া লাল-হলুদ শিবির

স্পোর্টস ডেস্ক: পরপর ৩ ম্যাচে হার। ইন্ডিয়ান সুপার লিগের (ISL) শুরুতেই মুখ থুবড়ে পড়েছে লাল-হলুদ বাহিনী। ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন কোচ কুয়াদ্রাত। নতুন...

মহালয়ায় বৃষ্টি, পুজোতেও কি ভাসবে শহর

কলকাতা: পুজোয় আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে যথেষ্ট চিন্তিত বঙ্গবাসী। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পুজোয় বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। রাত পেরোলেই...

খবর এই মুহূর্তে

বিদায় রতন টাটা, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন শেষকৃত্য

খাসডেস্ক: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় রতন টাটা (ratan tata) । প্রয়াত শিল্পপতির শেষকৃত্যে উপস্থিত ছিলেন অমিত শাহর মতো হাইপ্রোফাইল ব্যক্তিত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিবর্তে...

শেষবারের মতো প্রভুকে দেখতে গোয়া এল, কেন রতন টাটার সারমেয়র ব্যতিক্রমী নাম

খাসডেস্ক: রতন টাটার (ratan tata)প্রিয় সারমেয়, গোয়া । প্রভুকে শেষবারের মতো এল শ্রদ্ধা জানাতে। সারমেয়দের প্রতি প্রয়াত শিল্পপতির ভালোবাসা কারোর অজানা নয়। বিশেষ করে...

ফিরেছেন রাজ্যপাল, সিনিয়রদের অনুরোধেও কাজ হয়নি, অনশনকারী জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য নিয়ে বাড়ছে উদ্বেগ

খাসডেস্ক: উদ্বেগ বাড়ছে জুনিয়র ডাক্তার (junior doctor) অনিকেত মাহাতোকে নিয়ে। তাঁর শারীরিক অবস্থার ক্রমশই অবনতি হচ্ছে। বাকি অনশনকারীদের শারীরিক অবস্থার অবনতি হলেও অনিকেতের ক্ষেত্রে...

পার্শি রিচুয়াল মেনে শেষকৃত্য রতন টাটার, বিজনেস টাইকুনের দেহ ঝুলবে টাওয়ার অব সাইলেন্সে

খাসডেস্ক: পার্শি রিচুয়াল মেনেই সম্পন্ন হবে রতন টাটার (ratan tata) শেষকৃত্য। বুধবার রাতে ভারতের শিল্পজগতের টাইকুন রতন টাটা শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মুম্বইয়ের ব্রিচ...