দেখুনতো চিনতে পারেন কিনা এই জনপ্রিয় টেলি অভিনেত্রী’কে

0
221

বিনোদন ডেস্ক: মায়ের কোলের কাছে বসে ক্যামেরায় পোজ দিচ্ছে।ফোলা ফোলা গাল , কপালে কাজলের টিপ, ক্যামেরা দেখেই গালে হাত দিয়ে পোজ। খুদে বয়স থেকেই যেন তাঁর ‘নায়িকা নায়িকা’ ভাব, কি চিনতে পারছেন এই জনপ্রিয় টেলি অভিনেত্রীকে?

আশা করি খুব একটা মগজাস্ত্রে শান দিতে হবে না , একটু ভালো করে লক্ষ করলেই চিনে নিতে পারবেন। কি পারলেন? আচ্ছা আর রাখ ঢাক না রেখে খোলসা করে বলা যাক, ইনি আর কেউ নন জনপ্রিয় টেলি অভিনেত্রী তৃনা সাহা, সকলের প্রিয় গুনগুন। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে এই ছবি পোস্ট করেছেন অভিনেত্রী নিজেই। আর নায়িকার পাশে যে আছেন তিনি তাঁর মা। মা’র জন্মদিন উপলক্ষেই এই বিশেষ পোস্ট তাঁর।

- Advertisement -

ছোট পর্দার পাশাপাশি বড় পর্দা এমনকি ওটিটি তেও চুটিয়ে কাজ করেছেন তৃনা। যদিও তাঁর অভিনয়ের হাতেখড়ি ধারাবাহিক দিয়েই। স্টার জলসার ‘খোকা বাবু ‘ ধারাবাহিক দিয়ে তাঁর পথ চলা শুরু, তারপর ‘গুনগুন’, ‘ঝোরা’ একাধিক চরিত্রে নজর কেড়েছেন অভিনেত্রী। সম্প্রতি স্টার জলসার ‘বালিঝড়’ ধারাবাহিকে তাঁকে দেখা যাচ্ছে। আজ শুক্রবার তৃনার মা’র জন্মদিন, জন্মদিন উপলক্ষে মায়ের একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘শুভ জন্মদিন মা।’ ছবিতে একটু ভালো করে লক্ষ করলেই বুঝতে পারবেন মা-মেয়ের মুখের আদল অনেকটাই এক।