হাসপাতালে ভরতি ‘বাহুবলী’র কাটাপ্পা সত্যরাজ

0
62

বিনোদন ডেস্ক: চলতি বছরের শুরুতেই ফের করোনার থাবায় জর্জরিত দেশ । একের পর এক আক্রান্ত হচ্ছেন রাজনীতিবিদ, টলি-বলি দক্ষিনী অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে আমজনতা।আজকে ভারতের করোনা আক্রান্ত সংখ্যা 33,531,498 জন।গতকালই করোনা আক্রান্ত হন বিখ্যাত সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং ,সোনু নিগম সহ গোটা পরিবার।আজ আবার করোনায় আক্রান্ত হয়েছেন গায়িকা ইমন চক্রবর্তী। এবার এই তালিকায় নাম লেখালেন বাহুবলির কাটাপ্পা ওরফে সত্যরাজও।

তেলেগু জনপ্রিয় অভিনেতা সত্যরাজ ।এস এস রাজামৌলির ‘বাহুবলী’ ছবিতে অত্যন্ত জনপ্রিয়তা পান। ৬৭ বছর বয়সী এই তেলেগু অভিনেতা বর্তমানে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে করোনা আক্রান্ত হওয়ার পর প্রথমে হোম আইসোলেশনে ছিলেন অভিনেতা।তারপর শরীর আরও খারাপের দিকে গেলে ৭ই জানুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করে দেওয়া হয় ।

- Advertisement -

তবে ভর্তির প্রথমদিকে অবস্থা কিছুটা খারাপ হলেও এখন বর্তমানে অনেকটা সুস্থ আছেন অভিনেতা।তার এক ঘনিষ্ঠ বন্ধু এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ,’খুব দ্রুত সেরে উঠছেন তিনি। সম্ভবত দু’তিন দিনের মধ্যে বাড়িও ফিরতে পারবেন। তবে বাড়ি ফেরার পর সপ্তাখানেক তাঁকে আইসোলেশনে থাকতে হতে পারে।